Hacks: Tea ব্যাগের অসীম মহিমায়

সারাদিনের ক্লান্তি দূর করতে চায়ের (Tea) কাপে একটা চুমুকই যথেষ্ট। তবে ক্লান্ত শরীরে হেঁসেলে গিয়ে চা তৈরি করে খাওয়ার মতো পরিস্থিতি থাকে না অনেক সময়।…

diffrent-use-of-tea-bag

সারাদিনের ক্লান্তি দূর করতে চায়ের (Tea) কাপে একটা চুমুকই যথেষ্ট। তবে ক্লান্ত শরীরে হেঁসেলে গিয়ে চা তৈরি করে খাওয়ার মতো পরিস্থিতি থাকে না অনেক সময়। তখন হাতের সামনে থাকা টি ব্যাগের বাক্সটাই হয়ে ওঠে ক্লান্তি দূর করার একমাত্র চাবিকাঠি। কিন্তু আপনারা কি জানেন, এই চাবিকাঠির (টি ব্যাগ) আরও অনেক গুণ আছে। যা মহিমায় অবাক হবেন আপনিও। তাহলে দেখে নিন টি ব্যাগ কত রকমভাবে ব্যবহার করা হয়।

ঘুমের অভাবে বা অন্য কোনও কারণে চোখের কোল ফুলে গেছে? গরম জলে দুটো টি ব্যাগ ভিজিয়ে নিন, তারপর সেই ভেজা টি ব্যাগ ফ্রিজে কয়েক মিনিট রাখুন যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা টি ব্যাগ চোখের উপর রেখে পাঁচ মিনিট শুয়ে থাকুন, দ্রুত ফোলাভাব কমে যাবে!

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

মুখটা অনুজ্জ্বল লাগছে? একটা টি ব্যাগ কেটে ভিতরের চা পাতাটা বের করে মুখ স্ক্রাব করে নিন। ব্যবহার করা টি ব্যাগও নিতে পারেন। চায়ের গুঁড়োটা বাটিতে নিয়ে এক চা চামচ মধু যোগ করুন, তারপর মুখে লাগিয়ে বৃত্তাকারে মাসাজ করুন। হয়ে গেলে পাঁচ মিনিট রেখে জল দিয়ে মুখ ধুয়ে নিন।

গাছ বাঁচান ছত্রাক থেকে টি ব্যাগের সাহায্যেপছন্দের গাছে ফাঙ্গাস ধরেছে? জলে টি ব্যাগ দিয়ে ফুটিয়ে নিন। তারপর সেই জলটা স্প্রে বটলে ভরে মাটিতে আর পাতায় স্প্রে করুন সকাল-বিকেল। ছত্রাক কমে যাবে।

রুম ফ্রেশনার হিসেবে ব্যবহার করুন টি ব্যাগঘরে সুগন্ধের জন্য দামি এয়ার পকেট কেনেন? হাতের কাছে টি ব্যাগ থাকলে আর কেনার দরকার নেই! ব্যবহার করা টি ব্যাগ শুকনো করে নিন, তাতে ছিটিয়ে দিন কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল! এবার ব্যাগগুলো বাথরুমে বা ড্রয়ারের ভিতরে রেখে দিলেই হল!

ঘর থেকে পোকামাকড় তাড়াতে চালান টি ব্যাগের যাদুপেপারমিন্ট টি-এর গন্ধে পোকামাকড় পালায়। গরমজলে পেপারমিন্ট টি ব্যাগ ভিজিয়ে নিন। এবার ওই জলে দু’ফোঁটা বাসন মাজার লিকুইড সাবান যোগ করুন। ভালোভাবে মিশিয়ে স্প্রে বতলে ভরে ঘরের কোনায় কোনায় স্প্রে করে দিন। ইঁদুর সহ সব পোকামাকড়ের উৎপাত কমে যাবে।