আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি (Daily Horoscope) আজ। আজকের দিনটি ইন্দিরা একাদশী নামে পরিচিত। আজ সূর্য কন্যা রাশিতে অবস্থান করবে। জানুন সিদ্ধ যোগ ও সাধ্য যোগের প্রভাবে কাদের দিন আজ কাটবে ভালো। হিন্দুধর্মে শনিবার হল শনি ঠাকুরের প্রিয় দিন। এইদিন শনি দেবতার উদ্দেশ্যে নীল রঙের মোমবাতি জ্বালালে ভালো ফল লাভ হয়।
কন্যা রাশি: আজ আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হবে। ভাই-বোনের সকল বিবাদ মিটে যাবে। ব্যবসায় বড় লাভের সুযোগ রয়েছে।
তুলা রাশি: প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে। ব্যবসায় লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। জীবনের বড় কোনও সুযোগ পাবেন।
বৃশ্চিক রাশি: ধর্মীয় বিষয়ে মনোনিবেশ করবেন আপনি। ব্যবসায় অতিরিক্ত অর্থলাভের সম্ভাবনা রয়েছে। বিদেশ সফরেরও সুযোগ পেতে পারেন।
ধনু রাশি: আজ আপনার উপর সাধ্য যোগের প্রভাব সারাদিন বজায় থাকবে, ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হবার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি সংক্রান্ত সুখবর পাবার সম্ভাবনা রয়েছে। সমাজে সম্মান ও জনপ্রিয়তা বাড়তে পারে আজ।
কর্কট রাশি: আজ আপনার দাম্পত্য জীবন সুখের হবে। যে কাজে হাত দেবেন, তাতেই সুফল পাবেন। জীবন প্রেমে পরিপূর্ণ থাকবে কাল।
মীন রাশি: নিঃসঙ্গতা আপনার মানসিক অবসাদের কারণ হতে পারে। বহুমুখী প্রতিভা দেখাবার সুযোগ পাবে ছাত্র-ছাত্রীরা। ধৈর্য্যের কারণে আজ অনেককিছু হাসিল করতে পারবেন। সংসার জীবন সুখের হবে।
কুম্ভ রাশি: সন্তানদের জন্য আজ সমস্যা হতে পারে। আইনি জটিলতা কেটে যাবে। আবেগের বশে কোনও কাজ করবেন না। বাড়ির পরিবেশ ভালো থাকবে।
বৃষ রাশি: সাংসারিক সমস্যা সব মিতে যাবে আপনার। বন্ধুদের থেকে দূরে থাকুন, নয়তো বিপদ হবেই। পুরোনো ব্যথা বাড়তেই পারে।
সিংহ রাশি: স্ত্রীর সাহচর্যে কাজের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। কর্মক্ষেত্র বদলাবার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যে কোনও সুসংবাদ পেতে পারেন।