বর্তমানে প্রায় প্রতিদিন লাফালাফি বাড়ছে নিত্য প্রয়োজনে সামগ্রীর দাম। তার মধ্যে অবশ্য রয়েছে গাড়ির জ্বালানি থেকে শুরু করে রান্নার গ্যাস। তাই দামের জ্বালায় জেরবার মধ্যবিত্ত। ঠিক সেই কারণে রান্নাঘরে গ্যাস ওভেনে পরিবর্তে জায়গা করে নিচ্ছে ইন্ডাকশন ওভেন (induction cooktop)। বাজারে খুব সুলভ মূল্যে পাওয়া যায় এই বৈদ্যুতিক ওভেন। তাছাড়া একবার কিনে ফেললে প্রত্যেক মাসে গ্যাস সিলিন্ডার কেনার ঝামেলা নেই।
অন্যদিকে গেছে থেকে খুব তাড়াতাড়ি রান্না হয় এই বৈদ্যুতিক ওভেন। তাছাড়া সেই অর্থে বিদ্যুতের বিলের ঝামেলা নেই। কারণ বর্তমানে বিভিন্ন সংস্থা বের করেছে ফাইভ স্টার কিংবা থ্রি স্টার রেটিং যুক্ত ইন্ডাকশন ওভেন। যার ফলে মধ্যবিত্ত বাড়ি রান্না হয়ে গেছে এখন আরও সস্তা।
তাছাড়া সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় এই বৈদ্যুতিক ওভেন শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ থাকলেই হবে। বর্তমানে বেশ কিছু ব্র্যান্ড রয়েছে যার ইন্ডাকশন ওভেনের দাম খুবই কম। তার মধ্যে অন্যতম হলো অ্যামাজন বেসিক ইন্ডাকশন ওভেন। ১৯০০ ওয়াটের এই বৈদ্যুতিক ওভেন আপনি পেয়ে যাবেন মাত্র ১৮০০ টাকায় একই সাথে থাকছে পাওয়ার সেটিং মোড।
তাছাড়া রয়েছে পিজন প্লাস। ১৮০০ ওয়াটের এই ইনজেকশন ওভেন আপনি পেয়ে যাবেন মাত্র ১৯০০ টাকায়। তাছাড়া রয়েছে প্রেস্টিজ এটলাস ৩.০ ইন্ডাকশন কুপটপ। ১২০ ওয়াটের এই ইন্ডাকশন ওভেনে থাকছে, এলইডি ডিসপ্লে এবং অ্যালুমিনিয়াম বডি প্যানেল। এই ইনজেকশন ওভেন আপনি অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন মাত্র ১৭০০ টাকায়।