আপনি কি জানেন আপনি ১০ মিনিট আগে যে মানুষটি ছিলেন এই মুহূর্তে আপনি ঠিক সেই মানুষটি নন। অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে আপনার শরীরে এই ১০মিনিটে (Body Regeneration) । রুপকার্থে বললেও এটা নিদারুণ সত্যি।
আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে আপনার শরীর আপনার অঙ্গ প্রত্যাঙ্গকে নিরবিচ্ছিন্ন ভাবে রিজেনারেট বা নতুন করে সৃষ্টি করে চলেছে আপনার অজান্তেই। অর্থাত আপনার শরীরের গঠনমূলক যে একক যাকে আমরা কোষ বলি সেই কোষগুলি প্রতি নিয়ত নতুন করে সৃষ্টি হচ্ছে আর পুরোনো কোষগুলি পরিবর্জিত হচ্ছে। নখ চুল এগুলোর পরিবর্তন ও নবীকরণ আমরা স্পষ্ট বুঝতে পারি। কিন্ত আমরা খালি চোখে দেখতে না পারলেও দেহের অন্য সব অঙ্গ প্রত্যঙ্গের কোষগুলিও আংশিক ভাবে বা পুরোপুরিভাবে নবীকরণ হয়ে চলে প্রতিনিয়ত।
যেমন, প্রতি সাত থেকে দশ বছর অন্তর আপনি সম্পূর্ণ নতুন একটা শরীর পাচ্ছেন। নতুন কোষকলা নির্মিত নতুন শরীর।
আপনার পাকস্থলি প্রতি ৪দিনে নতুন রুপ পায়। স্টমাকের সেল বা কোষগুলি যারা আমাদের হজমে সাহায্য করে তাদের প্রতি পাঁচ মিনিটে পরিবর্তন হয়।
আপনি প্রতি ১৫০দিন অন্তর একটি নতুন যকৃত পেয়ে থাকেন। আপনার শরীরের চামড়া বা এপিডারমিস প্রতি চার সপ্তাহে নতুন রূপ পায়। আপনার প্যানক্রিয়াস যে আপনার দেহের রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে সেটা প্রতি ৫০ দিনে নতুন ভাবে তৈরী হয়।
প্রতি ১২০দিন অন্তর আপনার দেহের সমস্ত রক্ত নবীকরণ হয়ে থাকে। আপনি রক্ত দান করলে ১২সপ্তাহে সেই পরিমাণ রক্ত কণিকা শরীর তৈরী করে নেবে।
প্রতি ১০ দিন অন্তর আপনার জিহ্বা সমস্ত টেস্ট বাড পাল্টে নতুন রুপ নেয়। এই টেস্ট বাডের সাহায্যে আমরা সব জিনিষের স্বাদ বুঝতে পারি।
যদিও শরীরের সব কোষ প্রতি নিয়ত নির্দিষ্ট সময় অন্তর নতুন রুপ পায় তবে সব পরিবর্তনের গতি সমান নয়। যেমন হাড়গুলি সম্পূর্ণ রিজেনারেট হতে ১০বছর সময় নেয় , সে ক্ষেত্রে পরিবর্তনের হার ধীর।
শরীরের এই অবিশ্বাস্য রকম পরিবর্তনের প্রক্রিয়া জারি থাকলেও দুএকটি ক্ষেত্রে এই প্রক্রিয়া চালু নেই। যেমন আমাদের চোখের লেন্স এবং সেরিব্রাল কর্টেক্সের নিউরণগুলি এদের পরিবর্তন হয় না । শরীরের মধ্যে চর্বি জমে থাকে অপরিবর্তিত ভাবে যদি না আপনি প্রয়োজন মতো শারিরীক পরিশ্রম না করেন।
তবে সব পরিবর্তন হলেও চেতনা, ও স্মৃতির কোনও পরিবর্তন হয় না। ওগুলি অপরিবর্তিত রুপে মস্তিষ্কের ভিতরে সঞ্চিত থাকে স্নায়ুতন্ত্রের সুস্থতা যতদিন বজায় থাকে ততদিন। যেমন জিহ্বার স্বাদ গ্রন্থির প্রতি ১০দিনে নবীকরণ হলেও স্বাদের স্মৃতি মস্তিষ্কে রয়ে যায়, এবং নতুন স্বাদ গ্রন্থি সেই স্বাদের অনুভূতি পেয়ে থাকে।