কালিম্পং -এর ময়ূর গ্রাম ! দারুণ টুরিস্ট স্পট- জেনে নিন বিস্তারিত

অফবিট ডেস্টিনেশন এখন পর্যটকদের বেশি টানছে। আজ এমন একটি ডেস্টিনেশনের কথা বলব যা সারা বছরই আরামদায়ক। তবে গরমের সময় বিশেষ এয়ারকন্ডিশন ফিলিং দেবে। কালিম্পংয়ের কাছে…

darjeeling

অফবিট ডেস্টিনেশন এখন পর্যটকদের বেশি টানছে। আজ এমন একটি ডেস্টিনেশনের কথা বলব যা সারা বছরই আরামদায়ক।
তবে গরমের সময় বিশেষ এয়ারকন্ডিশন ফিলিং দেবে।

কালিম্পংয়ের কাছে ফুরুন গাঁও

ফুরুন গাঁওয়ে বাসিন্দারা সকলেই ভুটিয়া। তাঁদের একমাত্র পেশা চাষবাস। গ্রামেই ধাপ কেটে চাষ করেন তাঁরা। ধান থেকে শুরু করে এলাচ, স্কোয়াশ সব রকম সবজির চাষ করে তারা। সেটাও অরগ্যানিক পদ্ধতিতে।

এখানে সারা বছর প্রচুর পাখি ভিড় করে। এখানে থাকলে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে দেখতে পাবেন, দলে দলে ময়ূর ঘুরে বেড়াচ্ছে গ্রামের চারিদিকে। ময়ূর ছাড়াও এছাড়া পার্পল সানবার্ড, বার্ন সোয়ালোদের, বি হিটারদের দেখতে পাবেন।

সবুজ পাহাড়ের ধাপ কেটে ধান-গম-ভুট্টা চাষ হয় অল্প পরিমাণে। আর সেই ফসল খেতে সকাল সকাল হাজির হয় ময়ুরের দল। সূর্য ভাল করে ওঠার আগেই ময়ূরের দল ভিড় করে এখানে। কালিম্পংয়ের খুব কাছে এই অফবিট ট্যুরিস্ট স্পটটি।

Advertisements

এখান থেকেই কালিম্পংয়ের অনেক জায়গা ঘুরে নিতে পারবেন। এখান থেকে জলসা, ইচেগাঁও, রেসিখোলা, ঘুরে দেখতে পারবেন। আবার রংপো, রোলেফ, রংলি খুব কাছেই। এখান থেকে কালিম্পংকে অসাধারণ দেখতে লাগে।

যাত্রাপথ

ফুরুন গাঁও যেতে হলে এনজেপি থেকে প্রথমে কালিম্পং আসতে হবে। সেখান থেকে গাড়িতে মুংসুং হয়ে পৌঁছে যাওয়া যায় ফুরুন গাঁওয়ে। মুংসুং থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে ফুরুন গাঁও। এখানে থাকার জায়গা বলতে হোমস্টে। কোনও হোটেল নেই এখানে। কালিম্পং থেকে ফুরুন গাঁওয়ের দূরত্ব ১৮ কিলোমিটার।