Beauty: পদ্মফুলের রূপচর্চা

beauty-treartment-with-lotus

Beauty: আমাদের এশীয় সংস্কৃতির সঙ্গে ভীষণ ভাবে জড়িয়ে আছে পদ্মফুল। তবে শুধু ভারত নয়, ভিয়েতনামের জাতীয় ফুলও পদ্ম। সৌন্দর্য ধরে রাখা এবং বাড়ানোর কাজে পদ্মের বীজ ভীষণ উপকারী। দেখে নিই কী কী উপকারিতা আছে পদ্মবীজের।

  • যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা অনেকেই ব্রণ নিয়ে সমস্যায় পড়েন। অতিরিক্ত তৈলাক্ত ত্বক দেখতেও ভালো লাগে না। পদ্মবীজের তেল ব্যবহার করে ত্বকে তেলের আধিক্য কমানো যায়। ব্রণ হওয়া আটকায় ম্যাজিকের মতো। অ্যারোমাথেরাপিতেও পদ্মবীজের তেলের ব্যবহার রয়েছে ভীষণ।
  • শুকনো ত্বকের জেল্লা ফিরিয়ে দিতে এই ফুলের নির্যাস ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে প্রাকৃতিকভাবে হাইড্রেটেড প্রদানকারী উপাদান যা কোঁচকানো চামড়া, বাদামি স্পট মিলিয়ে দেয়।ড্রাই স্কিনের সঙ্গে অনেকের চামড়ায় অল্প বয়সেই ভাঁজ পড়ে যায়। পদ্মবীজের নির্যাস ব্যবহার করলে ভালো কাজ দেয়। এই কারণেই সৌন্দর্যবর্ধক প্রডাক্টে পদ্ম এবং পদ্মবীজের নির্যাস মেশানো থাকে।
  • তবে শুধু ত্বক নয়, চুলের জন্যও উপকারী পদ্ম ফুল।আমাদের ব্যবহৃত কন্ডিশনারে মেলানো থাকে পদ্মের নির্যাস। চকচকে, মজবুত চুল পেতে তাই ব্যবহার করুন পদ্মফুল।
  • অনেকেরই খুব কম বয়সে চুল পেকে যায় কিংবা ধূসর হয়ে যায়। পদ্মের এসেনশিয়াল অয়েলে আছে এমন উপাদান যা ধূসর চুলে মেলানিন বাড়িয়ে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন