Achieve Beautiful Lips: সুন্দর ঠোঁট পেতে চান? তাহলে আজই এই নিয়মগুলি মেনে চলুন

Get Gorgeous Lips with These Must-Follow Rules for Beauty Enthusiasts

সৌন্দর্য ধরে রাখার জন্য একটি সুন্দর লাল টুকটুকে ঠোঁট (Beautiful Lips) সকলেরই দরকার পড়ে। গোলাপী বা লাল ঠোঁট মুখে যেন এক আলাদাই শোভা এনে দেয়। তবে বিভিন্ন সময় দেখা যায় ঠোঁট কালো রঙে পরিণত হয়েছে। তবে এই কালো ঠোঁট থেকে মুক্তি পেতে আপনাকে করতে হবে কিছু ঘরোয়া টোটকা। যদিও মেকআপের মাধ্যমে লিপস্টিক দিয়ে এই কালো দাগ লুকিয়ে রাখা যায় কিন্তু মেকআপ ছাড়া আবার সেই পুরনো রং ফিরে আসা অসম্ভব।

ঠোঁটের লাল রং ফিরে পেতে হলুদের সাথে একটু দুধ মিশিয়ে সেটি দিনে একবার করে ঠোঁটে লাগান। কিছু সময় পরে তা ধুয়ে ফেলুন। দেখবেন কালো দাগ দূর হয়ে গেছে। ঠোঁটের কালো দাগ দূর করতে লাগান অ্যালোভেরা জেল। এটি অতি সহজেই ঠোঁটকে আগের রূপে ফিরিয়ে আনবে।

   

এছাড়া শশার রস ব্যবহার করতে পারেন সপ্তাহে দুই থেকে তিনবার। এটি ঠোঁটে দিলে কাল ভাব অতি সহজেই দূর হয়ে যায়। এর সাথে মিশিয়ে নিতে পারেন একটু অ্যালোভেরা জেল।

এছাড়া ঠোঁটের কালো ভাব দূর করতে লাগাতে পারেন নারকেল তেল। এটি কালো দাগ তুলে ঠোঁটকে পরিষ্কার করে তুলবে। সহজেই ঠোঁটের কালো ভাব দূর করে দিতে পারে লেবু। লেবু একেবারে জৈব এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। তাই ঘুমানোর আগে ঠোঁটে ভালো করে লেবু ঘঁষে, এরপর পরের দিন সকালে জল দিয়ে ধুয়ে ফেলুন।

গোলাপজলে থাকে পিগমেন্টেশন কমানোর মতন শক্তি। তাই ঠোঁটে তুলো দিয়ে গোলাপজল লাগান, এতে কালো ভাব দূর হয়ে যাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন