আগামী রবিবার সকাল ৭ টায় পাবেন মেট্রো পরিষেবা, রইল সময়সূচি

গত ৪ দিন ধরে লোকাল ট্রেনের যাত্রীরা যখন দুর্ভোগের স্বীকার ঠিক সেই সময় অতিরিক্ত মেট্রো পরিষেবার কথা জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ। কারণ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে,…

Kolkata Metro Rail east west

গত ৪ দিন ধরে লোকাল ট্রেনের যাত্রীরা যখন দুর্ভোগের স্বীকার ঠিক সেই সময় অতিরিক্ত মেট্রো পরিষেবার কথা জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ। কারণ মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ঐ দিন সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পর্যায়ের পরীক্ষা রয়েছে আগামী রবিবার। তাই পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো পরিষেবার কথা জানাল কর্তৃপক্ষ।

Advertisements

আগামী ১৬ জুন রবিবার, কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে মোট ৮টি অতিরিক্ত মেট্রো চলাচল করবে। সাধারণত রবিবার ব্লু-লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো চলাচল শুরু হয় সকাল ৯টা থেকে। কিন্তু আগামী রবিবার, সেই সময় এগিয়ে আনা হবে।ওইদিন সকাল ৯টার পরিবর্তে, দমদম এবং কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। যেইরকম অন্যান্য দিন ছাড়ে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭.১৫ মিনিটে। আর দমদম থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭.৩০ মিনিটে।

   

রবিবার, সাধারণত আপ এবং ডাউন মিলিয়ে মোট ১৩০টি মেট্রো চলাচল করে। তবে আগামী রবিবার সেই সংখ্যা বাড়ানো হবে। সেদিন মোট ১৩৮টি মেট্রো রেল চলবে। তার মধ্যে ১৩৩টি রেল চলবে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ স্টেশনের মধ্যে। অর্থাৎ, আপ এবং ডাউন লাইন মিলিয়ে মোট ৬৯টি করে মেট্রো পাওয়া যাবে।সেইসঙ্গে, সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত আপ এবং ডাউন লাইনে আধ ঘণ্টার ব্যবধানে মেট্রো পাওয়া যাবে বলেও জানিয়েছেন মেট্রো কর্তারা। তাই সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পর্যায়ের পরীক্ষার জন্য থাকবে বিশেষ মেট্রোর ব্যবস্থা।