কয়েক ঘন্টার ব্যবধানে কলকাতায় জোড়া শ্যুটআউট, প্রশ্নে প্রশাসনের ভূমিকা

কয়েক ঘন্টার ব্যবধানে কলকাতার (Kolkata) দুই স্থানে চলল শ্যুটআউট । প্রথম ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ২:১৫ নাগাদ কলকাতার জনবসত এলাকা, বেলঘরিয়াতে (Belghoria) । ডানলপের (Dunlop)…

shoot out

কয়েক ঘন্টার ব্যবধানে কলকাতার (Kolkata) দুই স্থানে চলল শ্যুটআউট । প্রথম ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ২:১৫ নাগাদ কলকাতার জনবসত এলাকা, বেলঘরিয়াতে (Belghoria) । ডানলপের (Dunlop) দিক থেকে ব্যারাকপুরে (Barrackpore) গামী ব্যবসায়ীর (Businessman) গাড়িকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার রথতলা মোড়ে, ছড়িয়েছে আতঙ্ক।

বেলঘরিয়ার (Belghoria) পুলিশ সূত্রে খবর, দুপুর ২:১৫ নাগাদ বেলঘরিয়ার রথতলা মোড়ের (Rothtola More) সিগনালে দাঁড়িয়ে ছিল এক ব্যবসীর ভলভো গাড়ি। সিগন্যাল খুলতেই, গাড়িটিকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড এলোপাথাড়ি গুলি ছোড়েন দুষ্কৃতীরা। গাড়িতে থাকা ব্যবসায়ীর গায়ে কোনও গুলি লাগেনি । গাড়িতে এবং শুন্যে মিলিয়ে ৭-৮ রাউন্ড গুলিয়ে চালিয়েছে দুষ্কৃতীরা। এলাকাটি এই মুহূর্তে ঘিরে রেখেছে পুলিশ। চলছে ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার কাজ । ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কোনও কারণ, তদন্ত করে জানবার চেষ্টা করছেন তারা । স্থানীয় সূত্রে খবর ৪-৫ জন দুষ্কৃতী দুটো বাইকে চেপে এসেছিলো এবং সিগনাল ছাড়তেই গাড়ি লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়ে তারা ।এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়ালে শুন্যে আরও ৪ রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় তারা। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ । এই এলাকায় রয়েছে ২টো ক্লাব এবং কামারহাটি পুরসভা (Kamarhati Municipality)। দিন দুপুরে এমন জনবসত এলাকায় গুলি চলার ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকায় ।

   

আরেকটি শুটউটের ঘটনা ঘটেছে খাস কলকাতার বুকে মির্জা গালিব স্ট্রিটে (Mirza Ghalib Street) । জখম হয়েছেন একজন। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। খবর পেয়ে ঘটনায় পৌঁছেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ (Park Street Police Station)। কে বা করা কি কারণে গুলি চালালো সেটা জানতে তদন্তে নেমেছে পুলিশ। বসানো হয়েছে পুলিশ পিকেট ও । এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন পার্ক স্ট্রিট থানার পুলিশ, কলকাতা পুলিশের আন্টি রাউডি সেকশন এর গোয়েন্দারা। চলছে এস পাশের যখন থেকে সিসিটিভি সংগ্রহের কাজ।

একজন স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, ঘটনাটি ঘটেছিল গতকাল রাত ১২:৩০-১:০০ নাগাদ পার্ক স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিট এর সংযোগ স্থলে। ওই জায়গায় ৭০-৮০ জনের একটি জমায়েত হয় এবং তাদের মধ্যে ঝামেলা হতেই চলে গুলি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্দেহের বশে একজন নির্দোষ ওলা ড্রাইভারকে তুলে নিয়ে গেছে পুলিশ। এই দুই জনবসতিপূর্ণ জায়গায় শ্যুটআউট এর ঘটনা ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায়।