HomeWest BengalKolkata CityKolkata: ধর্মঘটের সঙ্গে এসএফআইয়ের বিধানসভা অভিযান ঘিরে উত্তপ্ত হতে পারে রাজপথ

Kolkata: ধর্মঘটের সঙ্গে এসএফআইয়ের বিধানসভা অভিযান ঘিরে উত্তপ্ত হতে পারে রাজপথ

হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে জোড়া মিছিলের ডাক দিয়েছে এসএফআই। সেন্ট্রাল অ্যাভিনিউ ও এমজি রোড ক্রসিংয়ে দু’টি মিছিল মিশবে। তারপর তার অভিমুখ হবে ধর্মতলা হয়ে বিধানসভার দিকে। বিধানসভায় গিয়ে সুষ্ঠুভাবে তারা শিক্ষামন্ত্রী ও স্পিকারকে স্মারকলিপি দিতে চান তাঁরা।

- Advertisement -

রাজ্যে বন্ধ স্কুল খোলা পাশাপাশি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, আনিস ইস্যু-সহ তিন দফা দাবিতে আগামী ১০ মার্চ বিধানসভা অভিযানের ডাক দিল এসএফআই (SFI)। ওই একইদিনে ডিএ আন্দোলনকারীদের তরফে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ ফলত আগামী শুক্রবার একাধিক ইস্যুতে কলকাতার (Kolkata) রাজপথ উত্তপ্ত হতে চলেছে।

হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে জোড়া মিছিলের ডাক দিয়েছে এসএফআই। সেন্ট্রাল অ্যাভিনিউ ও এমজি রোড ক্রসিংয়ে দু’টি মিছিল মিশবে। তারপর তার অভিমুখ হবে ধর্মতলা হয়ে বিধানসভার দিকে। বিধানসভায় গিয়ে সুষ্ঠুভাবে তারা শিক্ষামন্ত্রী ও স্পিকারকে স্মারকলিপি দিতে চান তাঁরা।

   

এসএফআইয়ের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, তিন দফা দাবি নিয়ে তাঁদের অভিযান। প্রথমত, রাজ্যে ৮ হাজার বন্ধ স্কুল খোলার দাবি জানাবে তাঁরা। দ্বিতীয়ত, কলেজ-বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানো হবে। তৃতীয়ত, আনিস খানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাবে এসএফআই। যদিও আগে থেকেই পুলিশের সঙ্গে সংঘাতের আঁচ পাচ্ছে ওয়াকিবহাল মহল৷

এবিষয়ে সৃজনের বক্তব্য, গোটা বিষয়টি নির্ভর করছে সরকার তথা প্রশাসনের সংবেদনশীলতার উপর। পুলিশ কীভাবে ছাত্র মিছিল ডিল করছে সেটা মুখ্য ব্যাপার। পুলিশ গণতান্ত্রিক পথে সবটা করতে চাইলে, আমরাও তাই করব। আর তাঁদের হাতে যদি নকুলদানা-গুড় বাতাসা থাকে তাহলে আমরাও ল্যাংচা, চমচমের বন্দোবস্ত করব। আমরা জাদু কি ঝাপ্পি দেব। পুলিশকে জড়িয়ে ধরব।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular