HomeWest BengalKolkata Cityবঙ্গোপসাগরে নিম্নচাপ, হুহু করে বাড়ছে ঠাণ্ডা

বঙ্গোপসাগরে নিম্নচাপ, হুহু করে বাড়ছে ঠাণ্ডা

- Advertisement -

নভেম্বরের শেষ সপ্তাহে শীতের প্রকোপ ক্রমশ বাড়ছে (weather update today)। ভোরবেলায় অধিকাংশ জেলায় কুয়াশা চাদর বিছিয়ে রাখলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের ঝলক দেখা যাচ্ছে। আপাতত এই মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত সর্বত্র অনুভূত হচ্ছে। শীতের সকালে হালকা কুয়াশার আস্তরণ আর রোদের নরম উত্তাপ নিয়ে দিন কাটছে। 

ট্যাব ফান্ড স্ক্যামে শিলিগুড়ির মাটিগাড়া থেকে গ্রেপ্তার দুই ব্যক্তি

   

এদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সোমবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পথে। তবে এর সরাসরি প্রভাব বাংলার আবহাওয়ায় পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে মৌসম ভবন।

মৌসম ভবনের তথ্য অনুযায়ী, শনিবার বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের রূপ নেবে। শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উপকূল লক্ষ্য করে এই নিম্নচাপের অভিমুখ স্থির হয়েছে।

বাংলায় আপাতত ঝড়বৃষ্টির কোনও আশঙ্কা নেই। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কুয়াশার আধিক্য কিছু এলাকায় শীতের অনুভূতিকে বাড়িয়ে তুলবে।

বাংলাভাষী মানেই বাংলাদেশি! প্রতিবাদে বাংলাপক্ষ রাজপথে

কলকাতায় সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার শহরের তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির ঘরে, যা এই মরশুমের এখনও পর্যন্ত সর্বনিম্ন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিনদিনের মধ্যে কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গায় তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। কোথাও বৃষ্টির সম্ভাবনাও নেই।

দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে সকালবেলায় ঘন কুয়াশা দেখা যাবে। উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাগুলিতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে কুয়াশা সরতেই দুপুরের দিকে রোদের দেখা মিলবে।

ট্রাম্পের পছন্দ বাঙালি, ডনের প্রশাসনে ‘হেলথ ডিরেক্টর’ হচ্ছেন কলকাতার জয় ভট্টাচার্য

শীতের এই আরামদায়ক আবহাওয়া আপাতত দুই বাংলার মন জয় করে চলেছে। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাব বাংলায় না পড়লেও শীতের এই সময়টি উপভোগ করার জন্য এক আদর্শ পরিবেশ তৈরি হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular