আদৌ তৃণমূলে যোগ, নাকি বিভীষণের ভূমিকায় দুই বিজেপি সাংসদ? নজরে একুশের মঞ্চ

একুশের মঞ্চ থেকেই ফের দলবদলের রমরমা? জল্পনা তুঙ্গে। দিন কয়েক আগেই তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন যে, দুই বিজেপি সাংসদ শাসক দলে যোগদানে আগ্রহী।…

will two bjp MPs join tmc at all on 21 july , তৃণমূলে যোগ, নাকি বিভীষণের ভূমিকায় দুই বিজেপি সাংসদ? নজরে একুশের মঞ্চ

একুশের মঞ্চ থেকেই ফের দলবদলের রমরমা? জল্পনা তুঙ্গে। দিন কয়েক আগেই তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন যে, দুই বিজেপি সাংসদ শাসক দলে যোগদানে আগ্রহী। তবে পুরোটাই নির্ভর করছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের উপর। ফুল বদলে আগ্রহী কোন দুই সাংসদ? তা নিয়েই নানা প্রশ্ন! তৃণমূল সূত্রে খবর, আপতত ওই দুই সাংসদকে দলের তরফে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে।

কুণাল ঘোষের দাবি নিয়ে নানা চর্চা। কিন্তু, আদৌ দুই বিজেপি সাংসদ একুশের মঞ্চে ফুল বদল করবেন? কুণাল ঘোষের মন্তব্যেই সেই ইঙ্গিত মিলেছে। কুণাল ঘোষ বলেছিলেন, ‘যেহেতু ওরা সদ্য জিতে আসা সাংসদ, তাই তাঁদের মেয়াদ এখনও অনেকদিন। বিজেপির হাতে স্পিকার। ফলে তাঁদের সদস্য পদ নিয়ে কী করবে এটা ভেবেই তাড়াহুড়ো করা হচ্ছে না। ওদের বলা হয়েছে আপাতত বিজেপিতেই থাকো। ভিতরে যা যা হবে, মিটিং, মিছিলে যা যা হবে জানাতে থাকো। তারপর দেখছি।’

‘দিদি’র ডাকে সাড়া, ‘ভাই’ অখিলেশ বেরোলেন বাড়ি থেকে

অর্থাৎ আপাতত তৃণমূলে যোগ না দিয়ে বিজেপিতে থেকে ‘ঘর শত্রু বিভীষণে’র কাজ করবেন ওই দুই পদ্ম সাংসদ।

তবে, কুণালের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর স্পষ্ট কথা, ‘আগে একুশে জুলাই পার হোক তারপর আমরা দেখব।’

Advertisements

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই সাফ হয়ে যাবে সব।

‘আমি বাংলার সকল মানুষকে…’, ৯ কোটি রাজ্যবাসীর কাছে বিশেষ আবেদন মমতার