Home West Bengal Kolkata City বিরাট সুখবর, বউবাজারের নীচ দিয়ে কবে থেকে জুড়বে শিয়ালদহ মেট্রো?

বিরাট সুখবর, বউবাজারের নীচ দিয়ে কবে থেকে জুড়বে শিয়ালদহ মেট্রো?

0
বিরাট সুখবর, বউবাজারের নীচ দিয়ে কবে থেকে জুড়বে শিয়ালদহ মেট্রো?

অবশেষে স্বস্তির খবর। বউবাজারের নীচ দিয়ে হাওড়া-সেক্টর ফাইভ মেট্রোর পাঁচটি ক্রস প্যাসেজ তৈরির কাজ শেষ হয়েছে। আপাতত কেএমআরসিএল এমারজেন্সি এভাকুয়েশন শ্যাফট তৈরির কাজ করছে। এই কাজ প্রায় চূড়ান্ত পর্যায়। যা সম্পন্ন হলেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়ে যাতে আর কোনও বাধা থাকবে না।

Advertisements

শুরুতে দূর্গাপুজোর সময় এই রুটে মেট্রো চলাচলের সিদ্ধান্ত হয়েছিল। কলকাতা মেট্রো সূত্রে খবর এ বছর নয়, নতুন বছরে মেট্রো ছুটবে শিয়ালদহ-এসপ্ল্যানেডের মধ্যে।

   

ক্রস প্যাসেজ কী?

মাটির নীচে মেট্রোর দু’টি টানেলকে আড়াআড়িভাবে সংযোগ করে যে টানেল তৈরি হয় তাকে ক্রস প্যাসেজ বলে। মূলত একটি টানেলে কোনও বিপদ হলে যাতে এই প্যাসেজ দিয়ে যাত্রীরা অন্য টানেলে চলে যেতে পারেন, তার জন্যই এগুলো বানানো হয়।

এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যে এখনও পাঁচটি ক্রস-প্যাসেজ তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। দু’টির মধ্যে দূরত্ব হবে ২৭৫ মিটার।

ঝেঁপে বৃষ্টি আসছে রাজ্যের ৫ জেলায়, সুখবর শোনাল হাওয়া অফিস

২০২২ সালে এই ক্রস প্যাসেজের কাজ কাজ করতে গিয়ে বউবাজারে বিপত্তি ঘটেছিল। মেট্রোর প্রতি ক্রস প্যাসেজের মধ্যে দূরত্ব ২৭৫ মিটার। বহু বাড়িতে ফাটল দেখা যায়। হিন্দ সিনেমার সামনে তাই এই ইন্টারভেন্টিলেশন শ্যাফট তৈরি ঘিরে আশঙ্কা ছিল। ওয়েলিংটনের এই অঞ্চল বউবাজারের কয়েকশো মিটারের মধ্যে, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের বেশ কিছু বাড়ির বাসিন্দা, দোকান এবং অফিসকে ধাপে ধাপে সাময়িকভাবে সরতে বলেছিল মেট্রো। লোক সরানো হয় দুর্গা পিতুরি লেন, মদন দত্ত লেন থেকেও। সেখানেও চলে মাটির নিচে কাজ।

এক ধাক্কায় অনেকটাই কমল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতার রেট জানুন

এবার কাজ শেষ। ফলে বাড়িছাড়ারা ফিরতে শুরু করেছেন। খুলছে অফিস এবং দোকানও। তবে বাড়িগুলো বা অফিস, দেকানের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।

অপেক্ষার অবসান! শিয়ালদহের যাত্রীদের জন্য বিরাট উপহার রেলের

Advertisements