গত সপ্তাহ থেকে ধীরে ধীরে পারদ পতন শুরু হয়েছে কলকাতা সহ অন্যানো জেলায় (West Bengal Weather Update)। বর্তমানে গোটা রাজ্যজুড়ে তৈরী হয়েছে শীতের আমেজ। বিভিন্ন জেলায় সন্ধ্যার পর থেকে পরেরদিন সকাল পর্যন্ত উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। সেইসঙ্গে ধীরগতিতে নামছে কলকাতার তাপমাত্রা। সবমিলিয়ে বলা যায়, জাঁকিয়ে শীত অনুভূত হওয়ার থেকে আর মাত্র কিছুটা দূরে রয়েছে বঙ্গবাসী।
তাহলে এবার দেখে নেওয়া যাক, কলকাতা সহ অন্যান্য জেলায় কেমন থাকতে চলেছে আজকের আবহাওয়া? বুধবারও কলকাতার তাপমাত্রা রয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার তাপমাত্রা আগামী ৪-৫ দিন ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। যেহেতু নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই তাই আগামী কয়েক দিন তাপমাত্রার সেরকম হেরফের হওয়ার সম্ভাবনা কম আছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
তিরুপতি মন্দিরে দেবস্থানমে অ-হিন্দু কর্মচারীদের জন্য নতুন সিদ্ধান্ত: স্বেচ্ছাবসর অথবা বদলি
কলকাতায় মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। আজ অর্থাৎ বুধবার এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ১৮-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
তবে আজ সারাদিন হালকা শীতের আমেজ অনুভূত হবে। কিন্তু চলতি সপ্তাহে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিন কুয়াশার চাদরে ঢাকতে চলেছে উত্তর এবং দক্ষিণবঙ্গের আটটি জেলা। তবে আগামী পাঁচ দিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোন হেরফের হবে না।
আজকের বদলে আগামীকাল ছাড়বে ট্রেন, যাত্রীদের উদ্দেশ্যে কী বার্তা রেলের
এদিকে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে মাঝারি কুয়াশা থাকবে। তবে যত বেলা বাড়বে ততোই পরিষ্কার আকাশ পরিলক্ষিত হবে। দক্ষিণের অন্যান্য জেলাগুলোর তুলনায় বর্তমানে বেশি ঠান্ডা পড়েছে পুরুলিয়ায়। এক ধাক্কায় সেখানকার পারদ অনেকটা নেমে গেছে।
উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে পাঁচ জেলায় মাঝারি কুয়াশা থাকবে। তবে বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকতে পারে। কিন্তু বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।