চলতি সপ্তাহতেই জাঁকিয়ে পড়বে শীত! রাতের তাপমাত্রা নামবে দুই-তিন ডিগ্রি পর্যন্ত

নভেম্বরের মাঝামাঝি সময়ের দিকে চলে এলেও চলতি বছরে এখনও পর্যন্ত শীতের দেখা নেই রাজ্যের বিভিন্ন জেলায়। বঙ্গে কবে জাঁকিয়ে শীত পড়বে? কবে শীতের জোরালো অনুভূতির…

The winter ambiance in North and South Bengal, how will the weather be in Kolkata amidst the drop in temperature?

নভেম্বরের মাঝামাঝি সময়ের দিকে চলে এলেও চলতি বছরে এখনও পর্যন্ত শীতের দেখা নেই রাজ্যের বিভিন্ন জেলায়। বঙ্গে কবে জাঁকিয়ে শীত পড়বে? কবে শীতের জোরালো অনুভূতির সন্ধান মিলবে সেই দিকেই চেয়ে বসে আছে রাজ্যের মানুষ। তবে এর মধ্যে রাজ্যের মানুষকে দারুন খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। ঠিক কী পূর্বাভাস দিয়েছেন তারা?

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য চলতি সপ্তাহের শেষে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে। তবে ১৫ নভেম্বরের আগে রাজ্যে শীতের আগমন না ঘটলেও উত্তরে হিমালয়ঘেঁষা এলাকা এবং দক্ষিণে গাঙ্গেয় বঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

   

তাহলে এবার দেখে নেওয়া যাক, সপ্তাহের প্রথমদিন কলকাতা সহ অন্যানো রাজ্যে (West Bengal Weather Update) কেমন থাকবে আবহাওয়া? সোমবার সকাল থেকে কলকাতায় রোদ ঝলমলে আকাশের দেখা মিলছে। হাওয়া অফিস জানিয়েছে, নতুন করে মহানগরীতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে সপ্তাহের শেষের দিকে কলকাতা শহরে তাপমাত্রার পারদ নেমে ঠাণ্ডা বাড়তে পারে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। আজকে সারাদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। তবে বিকেলের দিকে সামান্য মেঘলা আকাশের দেখা মিললেও মিলতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে বঙ্গোপসাগরের উপরে পশ্চিমবঙ্গের কাছাকাছি কোনও নিম্নচাপের সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকলেও এর প্রভাবে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে পড়বে। ফলে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আর তাই নভেম্বরের মাঝামাঝি সময় থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে। কিন্তু উত্তুরে হাওয়া ঢুকলেও জাঁকিয়ে শীত পড়তে কিছুটা দেরি রয়েছে। অন্যদিকে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই তাই সেখানে শুকনো আবহাওয়া বইবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে রাতের তাপমাত্রার কোন হেরফের হবে না।

এদিকে সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পঙে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে আগামী তিন দিন পাহাড়ঘেঁষা এলাকায় রাতের তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হবে না। কিন্তু সপ্তাহান্তে শীতের আমেজ দেখা দিতে পারে উত্তর থেকে দক্ষিণে।