ফের একবার নতুন করে তোলপাড় করা আবহাওয়ার (Weather) পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবার জেলায় জেলায় কখনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তো আবার কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।
কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় পৌঁছে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। না তবে দক্ষিণবঙ্গে বা কলকাতায় কোনওরকম বৃষ্টি হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আজ উত্তরবঙ্গের আবহাওয়া এক কথায় ওলটপালট হবে বলে খবর। উত্তরবঙ্গের আজ বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে বুলেটিন জারি করে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজকের বুলেটিন অনুযায়ী, দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বইবে, যার গতিবেগ হবে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা।
অন্যদিকে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুকনোই থাকবে। কলকাতায় আজ, রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।