ঘূর্ণাবর্ত, মৌসুমী অক্ষরেখার ঠ্যালায় জেরবার হবে বাংলা, ৬ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি

আজ স্বাধীনতা দিবসের আনন্দে মেতে উঠেছে সমগ্র দেশ। আজ আজ বৃহস্পতিবার এই বিশেষ দিনে কলকাতা সহ সমগ্র বাংলার আবহাওয়া (Weather) কেমন থাকবে তা জানা জন্য…

আজ স্বাধীনতা দিবসের আনন্দে মেতে উঠেছে সমগ্র দেশ। আজ আজ বৃহস্পতিবার এই বিশেষ দিনে কলকাতা সহ সমগ্র বাংলার আবহাওয়া (Weather) কেমন থাকবে তা জানা জন্য সকলেই রীতিমতো মুখিয়ে রয়েছেন। আজ সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে। মনে হচ্ছে যে কোনও মুহূর্তে বৃষ্টি নামবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফেও তেমনই ইঙ্গিত দেওয় হয়েছে। আজ কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ব্যাপক বৃষ্টি হবে।

এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের কিছু জেলায়। একের পর এক ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার চোখ রাঙাচ্ছে দেশে। বর্তমানে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, অসম এবং বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে, যেটি উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে আরব সাগর থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত। এছাড়া মৌসুমী অক্ষরেখাও বাংলায় সক্রিয় হয়ে রয়েছে। ফলে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের সিংহভাগ জেলায় কাঁপানো বৃষ্টি নামবে বৃহস্পতিবার।

   

Image

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন জেলায় বৃষ্টি নামবে? আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। আজকের এই জেলাগুলির উদ্দেশ্যে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, জেলায়। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলা যেমন দার্জিলিং, দুই দিনাজপুর এবং মালদহে ব্যাপক বৃষ্টি হবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।