সকল অপেক্ষার অবসান ঘটিয়ে কলকাতা ও আশেপাশের বেশ কিছু জেলায় প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। শুক্রবার গুটিগুটি পায়ে বর্ষা কলকাতায় পৌঁছেছে । বিগত কয়েকদিন ধরেই শহর থেকে শুরু করে বিভিন্ন জেলার আকাশ মেঘলা হয়ে রয়েছে। আবার বৃষ্টি (Rainfall)-ও হচ্ছে দফায় দফায়। যে কারণে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন বাংলার মানুষজন। তবে আজ রবিবার বিকেলের দিকে বা আগামী ২৪ ঘণ্টায় বাংলার আবহাওয়া আচমকা চোখ পাল্টি করবে বলে ইঙ্গিত দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, বর্ষা বর্তমানে সক্রিয় পর্যায়ে না থাকায় আগামী কয়েক দিনে কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে তীব্র বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এদিকে আজ রবিবার দুপুরে আচমকাই ৩৬০ ডিগ্রি ঘুরে গেল কলকাতার আবহাওয়া। সেইসঙ্গে বিভিন্ন জেলার আকাশেও কালো মেঘের ঘনঘটা দেখা দিল। আলিপুর জানাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি আসছে।
এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন জেলায় বৃষ্টি আসছে? জানিয়ে রাখি, কলকাতা, হাওড়া, হুগলী, দুই ২৪ পরগনা, মেদিনীপুর জেলায় বৃষ্টি ধেয়ে আসছে। এছাড়া ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। বইবে দমকা হাওয়াও।
আরও জানা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় আরো বেশ কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করতে পারে। এখনও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান-সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ু ঢুকতে বাকি রয়েছে। আজ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি কাছাকাছি থাকবে। এদিকে বাতাসে আদ্রতা থাকার জন্য দক্ষিণবঙ্গে অস্বস্তিকার গরম অনুভূত হবে।