নবমীতেও আকাশছোঁয়া সবজির দাম, মাছ-মাংসেও স্বস্তি নেই

আজ মহানবমী। বাজারে সবজির (Vegetable Price) পাশাপাশি মাছ-মাংসের দাম একেবারে মধ‌্যবিত্তের নাগালের বাইরে। কিন্তু আজ সবজির দাম (Vegetable Price) আকাশছোঁয়া হলেও প্রত‌্যেক ঘরে ঘরেই মাছ-মাংসের…

Vegetable prices surge before the festival, and a task force has been deployed in the market to control them.

আজ মহানবমী। বাজারে সবজির (Vegetable Price) পাশাপাশি মাছ-মাংসের দাম একেবারে মধ‌্যবিত্তের নাগালের বাইরে। কিন্তু আজ সবজির দাম (Vegetable Price) আকাশছোঁয়া হলেও প্রত‌্যেক ঘরে ঘরেই মাছ-মাংসের পদ রান্না করা হয়ে থাকে।

বাজার গিয়ে পকেটে টান পরলেও বাজারের ব‌্যাগ থাকছে খালি। যদিও ক্রেতা থেকে বিক্রেতাদের মুখে শোনা যাচ্ছিল যে, বিগত কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ায় কারণেই সবজির দাম (Vegetable Price) আকাশছোঁয়া। কাঁচা আনাচ থেকে মাছ, মাংস, ফলের বাজারেও আগুন (Vegetable Price) ।

   

এর মধ্যে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার আশপাশে। ঝিঙে, ধুন্দুল, চিচিঙ্গে, পটোল, ঢ্যাঁড়স ৮০–১০০ টাকায়, কাঁকরোল ১০০–১২০ টাকায়, বরবটি ১৩০–১৪০ টাকায়,সবজির মধ্যে ৫০ টাকার নিচে দাম রয়েছে পেঁপের, কেজি ৪০ টাকা। এদিকে দুই সপ্তাহ আগেও বাজারে ১৮০–২২০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কেনা যেত।

গতকাল খুচরা বাজারে সর্বোচ্চ ৩২০–৩৫০ টাকায় মরিচ বিক্রি হয়েছে। মাঝখানে মরিচের দাম ৫০০ টাকাও ছুঁয়েছিল। বাজারে ধনেপাতার দামও চড়া; প্রতি কেজি ৪০০–৫০০ টাকা।

ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে শাকসবজির (Vegetable Price) চারা নষ্ট হয়ে যাচ্ছে। এ জন্য বাজারে শাকসবজির (Vegetable Price) সরবরাহ অনেক কম। তিন দিনের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেশি দামে বেশির ভাগ সবজি বিক্রি (Vegetable Price) হচ্ছে।