ষষ্ঠীতে ফের দাম বাড়ল আনাজের, ‘সেঞ্চুরি’র দৌড়ে ফুলকপি, কাঁচালঙ্কা

পুজোর সময়ে সবজি বাজার(vegetable price) করলেও পকেট খালি হয়ে যাচ্ছে, কিন্তু বাজারের ব‌্যাগ ভর্তি হচ্ছে না বললেই চলে। কারণ যে হারে সবজির দাম (vegetable price)…

A variety of fresh vegetables arranged neatly on a surface. The assortment includes carrots, bell peppers, cucumbers, and tomatoes, showcasing vibrant colors and different shapes.

পুজোর সময়ে সবজি বাজার(vegetable price) করলেও পকেট খালি হয়ে যাচ্ছে, কিন্তু বাজারের ব‌্যাগ ভর্তি হচ্ছে না বললেই চলে। কারণ যে হারে সবজির দাম (vegetable price) বাড়তে শুরু করে দিয়েছে তার জেরে মধ‌্যবিত্তের কপালে হাত পরে গিয়েছে। কারণ বন‌্যার জেরে প্রায় সমস্ত চাষের জমি প্রায় জলের তলায় চলে গিয়েছিল। তার ফলে বাজারে আনাজের দাম হয়ে গিয়েছিল আকাশছোঁয়া।

তবে বন‌্যার জল কমতে কিছুটা দাম কমেছিল সবজি। তবে আজ ষষ্ঠীতে ফের দাম বাড়ল কাঁচা আনাজের (vegetable price)।আজ টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ টাকায়। এক কেজি মুলোর দাম ৮০ টাকা। করলা ৮০ টাকা। পটল, মূলত গরমকালের সবজি হলেও সেই পটল কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকা। সজনে ডাঁটা ও ফুলকপি ইতিমধ্যে সেঞ্চুরি পার করেছে। এক কেজি সজনে ডাঁটার দাম ১২০ টাকা। প্রতি পিস ফুলকপি ১০০ টাকা। কাঁচা লংকার দাম ১০০টাকা কেজি।

   

কিলো প্রতি নতুন আদার দাম ১২০ টাকা। এক কেজি পেঁয়াজ ৬০ টাকা। দাম তেমন বাড়েনি আলুর। কিলো প্রতি ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৩ অক্টোবর পর্যন্ত লাগাতার বৃষ্টি হবে। ফলে সবজির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা সব মহলেই।

পুজোর আগে শাকসবজির মূল্য(vegetable price) বৃদ্ধি রুখতে বিভিন্ন বাজার পরিদর্শন করছে সরকারের তৈরি টাস্ক ফোর্স। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে আরও বৃদ্ধি করা হবে সুফল বাংলা স্টলের সংখ্যা। সেখান থেকে ন্যায্য মূল্যে শাকসবজি (vegetable price) কিনতে পারবেন ক্রেতারা। গত কয়েকদিনের তুলনায় কিছুটা হলেও শাকসবজির দাম কমেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায়। তাই পুজোর আগে খানিকটা স্বস্তিতে মধ্যবিত্ত।