Tet Scam: পুলিশের ‘কামড় খাওয়া’ অরুণিমা সহ ধৃত সব চাকরিপ্রার্থীর জামিন

জামিন পাবেন নাকি হেফাজতেই থাকবেন? এমনই প্রশ্ন ঘুরছিল দিনভর। পুলিশের কামড় খাওয়া চাকরিপ্রার্থী অরুণিমা পাল (Arunima Pal) ও বাকি ধৃতদের (job seekers) জামিন দিল আদালত।…

জামিন পাবেন নাকি হেফাজতেই থাকবেন? এমনই প্রশ্ন ঘুরছিল দিনভর। পুলিশের কামড় খাওয়া চাকরিপ্রার্থী অরুণিমা পাল (Arunima Pal) ও বাকি ধৃতদের (job seekers) জামিন দিল আদালত। টেট নিয়োগ দুর্নীতির (Tet Scam) প্রতিবাদ ও চাকরির দাবিতে হাজার হাজার চাকরিপ্রার্থীর আন্দোলন থেকে বুধবার তারা গ্রেফতার হয়েছিলেন।

অরুণিমা পালকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করেছিল পুলিশ। হিংসা ছড়ানো,, পুলিশের উপর হামলা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। কোনও যুক্তি আদালতে টেকেনি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400
  • টেট নিয়োগ দুর্নীতির প্রতিবাদ  ও সরাসরি নিয়োগের দাবিতে বুধবার এক্সাইড মোড়ে  ২০১৪ নট ইনক্লুডেড টেট  উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা জমায়েত করেন।
  • আন্দোলন চলাকালীন চাকরিপ্রার্থীর অরুণিমার হাতে কামড়ে দেন এক মহিলা পুলিশকর্মী।

বুধবার এক্সাইড মোড় হয়ে ক্যামাক স্ট্রিটে তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিযেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে যেতে চেয়েছিলেন  বিক্ষোভকারীরা। তাদের বাধা দেয় পুলিশ। তখনই ওই মহিলা পুলিশকর্মী কামড়ে দেন বলে অভিযোগ। তবে অভিযুক্ত মহিলা পুলিশকর্মীর দাবি তাকেও কামড়ে দিয়েছেন অরুণিমা।

এদিকে সংবাদ মাধ্যমের ক্যামেরা থেকেই স্পষ্ট কে কাকে কামড়ে দেন। কেন কামড়ে দিলেন ওই পুলিশকর্মী। চলছে বিতর্ক। বিক্ষোভকারী মহিলাকে (অরুণিমা পাল) জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই এক মহিলা পুলিশকর্মী কামড়ে দেন বলে অভিযোগ। দ্রুত সেই পুলিশ কর্মীকে সরিয়ে দেন অন্যান্য অফিসাররা।

এদিকে টেট পাশ নিয়োগের ক্ষেত্রে ক্রমাগত জটিলতা দেখা দিতে শুরু করেছে। ৮২ নম্বর পাওয়া ২০১৭-র টেট প্রার্থীরা উত্তীর্ণ হিসেবে চিহ্নিত হলেও ২০১৪-র টেট প্রার্থীদের ক্ষেত্রে কেন তা হয়নি, তা নিয়েই মামলা হয় আদালতে। সেই মামলা শুনানিতে পর্ষদের বিরুদ্ধে কার্যত হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেআইনি হলে পরীক্ষা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বুধবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি চলাকালীন চাঁচাছোলা মন্তব্য করতে শোনা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি বলেন, ’দরকার পড়লে পরীক্ষা বন্ধ করে দেব’।

প্রধান বিচারপতি বলেছেন, পর্ষদ মোটেই বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না। তিনি আরও বলেন, আমি আগের মন্তব্য প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছি। এখন যদি দেখি পর্ষদ আইন না মেনে কাজ করছে তবে পরীক্ষা বন্ধ দেব। 

শুনানিতে ‌বিচারপতি সাফ জানিয়ে দেন, পর্ষদের আইনের ক্ষেত্রে কোনও বড় গলদ থাকলে পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দিতে পারেন তিনি। তবে কী এবার পর্ষদের ভূমিকা নিয়ে বেজায় ক্ষুব্ধ বিচারপতি পরীক্ষা বন্ধ করার নির্দেশ দিতে পারেন? সেক্ষেত্রে কি নতুন করে জটিলতা তৈরি হবে? উঠছে একাধিক প্রশ্ন।