Bhupotinagar:এনআইএ-এর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা, ভূপতিনগরে ফের শোরগোল

এ যেন সন্দেশখালির পুনরাবৃত্তি! ‘আক্রান্ত’ এনআইএ-এর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করল রাজ্য পুলিশ। ঠিক যেমন আক্রান্ত ইডির বিরুদ্ধে মামলা হয়েছিল সন্দেশখালিতে, এইবার সেই ঘটনা ঘটল…

nia

এ যেন সন্দেশখালির পুনরাবৃত্তি! ‘আক্রান্ত’ এনআইএ-এর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করল রাজ্য পুলিশ। ঠিক যেমন আক্রান্ত ইডির বিরুদ্ধে মামলা হয়েছিল সন্দেশখালিতে, এইবার সেই ঘটনা ঘটল ভূপতিনগরে। ধৃত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে! কিন্তু কেন্দ্রীয় সংস্থার ওপর হামলার ঘটনায় প্রায় চব্বিশ ঘণ্টা কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

Advertisements

শনিবার রাতে ভূপতিনগর থানায় এনআইএ- এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জমা পড়ে, তাতে মহিলাদের উপর নির্যাতন, দরজা ভেঙে বাড়িতে ঢোকাসহ একাধিক অভিযোগ রয়েছে। ধৃত এক তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে এনআইএ-এর আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের হল।

   

কিন্তু শনিবার সকালবেলা স্থানীয় মানুষদের হাতে আক্রান্ত হয় এনআইএ-এর আধিকারিকরা, সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি রাজ্য পুলিশ। শনিবার একটি নির্বাচনী প্রচার থেকে মুখ্যমন্ত্রী সব দায় এনআইএ-এর আধিকারিকদের ওপর দিয়েছেন। তাঁর দাবি ছিল, ভূপতিনগরে মেয়েরা হামলা করেননি। এনআইএ মধ্যরাতে গিয়ে হামলা করেছে। গ্রামে ঢুকে গিয়ে যদি অত্যাচার চালায় এনআইএ মেয়েরা কি হাতে হাত রেখে বসে থাকবেন? কিন্তু এনআইএ-এর বিরুদ্ধে শ্লীলতাহানির ঘটনায় আপাতত রাজ্য রাজনীতি তোলপাড়।