লোকসভা ভোটের মুখে আরও তীব্র আকার ধারণ করল রাজ্য-রাজ্যপাল সংঘাত। বিশ্ববিদ্যালত ক্যাম্পাসে হিংসা, দুর্নীতির অভিযোগ তুলে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বসু (CV Ananda Basu)।
এই ঘটনার তদন্ত করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি। ক্যাম্পাসকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ উঠেছে। ব্রাত্য বসুর অপসারণের সুপারিশ ইস্যুতে বিচারবিভাগীয় তদন্ত হবে।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বসু নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক উদ্দেশ্যে দুর্নীতি, হিংসা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপব্যবহারের বিষয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্ট/হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এক সদস্যের কমিশনের নেতৃত্বে এই তদন্ত হবে। রাজ্যপাল জানাচ্ছেন, ‘মিনি সন্দেশখালিতে পরিণত হয়েছে ক্যাম্পাস।’
West Bengal Governor and Chancellor CV Ananda Bose ordered a Judicial enquiry into corruption, violence and misuse of University campuses in West Bengal for electioneering and political purposes. The enquiry will be headed by a one-man Commission headed by a retired Judge of the…
— ANI (@ANI) April 5, 2024