দুর্গাপুজোয় রাজ্য সরকারের আনুমানিক খরচ ৩৬৫ কোটির বেশি

চলতি বছর দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে ৮৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী বছর অনুদানের অঙ্ক আরও বাড়বে। ২০২৫ সালের দুর্গাপুজোয় কমিটিগুলোরে রাজ্যের অনুদান হবে…

West Bengal governments grant expenditure on Durga Puja 2024 is over Rs 365 crore, দুর্গাপুজোয় রাজ্য সরকারের আনুমানিক খরচ ৩৬৫ কোটির বেশি

চলতি বছর দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে ৮৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী বছর অনুদানের অঙ্ক আরও বাড়বে। ২০২৫ সালের দুর্গাপুজোয় কমিটিগুলোরে রাজ্যের অনুদান হবে ১ লক্ষ টাকা করে। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পুলিশের উদ্যোগে পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক হয়। সেখানেই অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ‘এবার ৭০ থেকে বাড়িয়ে ৮৫ হাজার করলাম। এই গরিব সরকার আর কী করতে পারে বলুন? বাদ বাকি ম্যানেজ করে নেবেন। আগামী বছর ১ লক্ষ করে দেব। ২ বছরেরটা ঘোষণা করে দিলাম।’

গতবার রাজ্য সরকার ৪০ হাজার ২৮টি দুর্গাপুজো কমিটিকে অনুদান দিয়েছিল। মুখ্যমন্ত্রীর কথায় এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৩ হাজারের বেশি। মমতার দাবি পশ্চিমবঙ্গ সরকার ‘গরিব’। কিন্তু, দরাজ পুজোর অনুদানের ক্ষেত্রে। এ বছর পুজোর অনুদান বাবদ রাজ্য সরকারের কত খরচ হতে পারে?

   

আরও দরাজ মমতা, এবার দুর্গা পুজো অনুদান বেড়ে ৮৫ হাজার টাকা

সুজিত বোসকে ফের ধমক মমতার! সাবধান করলেন পুজোর আগে

রাজ্যে ৪০ হাজার ২৮টি দুর্গাপুজো কমিটি অনুদান পেয়েছিল। এর মধ্যে কলকাতা পুলিশ এলাকায় রয়েছে ৩ হাজার এবং রাজ্য পুলিশ ও বিভিন্ন কমিশনারেট মিলিয়ে ৩৭ হাজার ২৮টি পুজো ছিল। পুজো কমিটি-পিছু ৭০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়া হয়েছিল। তাতে সরকারি কোষাগার থেকে খরচ হয়েছিল প্রায় ২৮০ কোটি টাকা।

২৪-এর পুজোয় থিম নিয়ে দুশ্চিন্তায় মমতা! বন্ধ হবে রানাঘাটের ‘বড় দুর্গা’?

এই বছর বাংলাজুড়ে হবে ৪৩ হাজারের বেশি পুজো। দেওয়া হবে ৮৫ হাজার টাকা করে। পুজো কমিটির সংখ্যা ৪৩ হাজার ধরলে খরচের বহর প্রায় ৩৬৫ কোটি ৫০ লক্ষ টাকা।

২৬’র ভোট পাখির চোখ, দুর্গাপুজোয় ক্লাবে ক্লাবে বিপুল বরাদ্দ বাড়িয়ে কৌশলী পদক্ষেপ মমতার?