অনুদান পাওয়া সত্ত্বেও বাড়ি নির্মাণে বিলম্ব, হুঁশিয়ারি নবান্নের

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) প্রকল্পে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ বন্ধ রাখায়, পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব উদ্যোগে চালু করেছে ‘বাংলার বাড়ি’ প্রকল্প। রাজ্যের গ্রামীণ এলাকার অর্থনৈতিকভাবে দুর্বল ও…

Nabanna Orders Transfer of Police Officers Posted in Home Districts for Long Periods

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) প্রকল্পে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ বন্ধ রাখায়, পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব উদ্যোগে চালু করেছে ‘বাংলার বাড়ি’ প্রকল্প। রাজ্যের গ্রামীণ এলাকার অর্থনৈতিকভাবে দুর্বল ও গৃহহীন মানুষদের জন্য এই প্রকল্প এক আশার আলো হিসেবে এসেছে। রাজ্য সরকার জানিয়েছে, প্রতি আবেদনকারীর জন্য দু’কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। সামগ্রিকভাবে, প্রকল্পে এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার ৪০০ কোটি টাকা বণ্টন করা হয়েছে।

কিন্তু নবান্ন (Nabanna)  সূত্রের খবর অনুযায়ী, এই অর্থ পাওয়া সত্ত্বেও বাড়ি নির্মাণ কার্যক্রমে পর্যাপ্ত অগ্রগতি হয়নি। এখন পর্যন্ত প্রকল্পের আওতায় মাত্র ৬৯ শতাংশ সুবিধাভোগী অর্থাৎ ৮ লক্ষ ২৮ হাজারের বেশি মানুষ তাদের ঘর নির্মাণ সম্পন্ন করেছেন। অন্যদিকে, প্রায় পাঁচ হাজার সুবিধাভোগী এখনও বাড়ি তৈরির কাজ শুরু করেননি।

Advertisements

নবান্নের কর্মকর্তারা প্রথম দফায় চারটি জেলার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট। সূত্রের খবর, এই জেলাগুলি বরাদ্দকৃত অর্থ পেয়েও কাজের অগ্রগতি যথাযথভাবে বজায় রাখতে পারেনি। এজন্য  নবান্নের নির্দেশে জেলাশাসকদের বলা হয়েছে, সরাসরি বাড়ি নির্মাণের কাজ দেখা এবং সুবিধাভোগীদের সঙ্গে যোগাযোগ করতে হবে।