বিরোধ মেটাতে বৈঠকে মমতা, জুনিয়ার ডাক্তারদের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ রাজ্যের

আরজি কর কাণ্ডে (RG kar protest) জুনিয়ার ডাক্তারদের প্রতিবাদে নয়া মোড়। নিজেদের অবস্থানে অনড় থেকেই অবশেষে বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে নবান্নে বিকেল ৫ টায় বৈঠকের ডাক…

Rg kar protest email controversy between junior doctor and west bengal state government

আরজি কর কাণ্ডে (RG kar protest) জুনিয়ার ডাক্তারদের প্রতিবাদে নয়া মোড়। নিজেদের অবস্থানে অনড় থেকেই অবশেষে বৃহস্পতিবার আন্দোলনকারীদের সঙ্গে নবান্নে বিকেল ৫ টায় বৈঠকের ডাক দিল রাজ্যে। তাহলে রাজ্য-জুনিয়ার ডাক্তারদের মধ্যে বিবাদের মধ্যেই এবার বরফ গলার ইঙ্গিত?

এদিন ফের আন্দোলনকারীদের বৈঠকের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। আলোচনার জন্য জুনিয়ার ডাক্তারদের বিকেল ৪ টা ৪৫ মিনিটে মধ্যে নবান্নে পৌঁছনোর কথা বলা হয়েছে। বিকেল ৫ টায় বৈঠক। বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

   

চিকিৎসকদের কর্মবিরতির জেরে মৃত যুবকের স্ত্রীকে চাকরির আশ্বাস মমতার

তব ওই চিঠিতে ১৫ জন প্রতিনিধি নিয়ে যেতে পারবেন বৈঠকে। এমনটাই জানানো হয়েছে মুখ্যসচিবের তরফে। গতকাল কমপক্ষে ৩০ জনের প্রতিনিধি নিয়ে তাঁরা নবান্নে যেতে চান বলে দাবি করেছিল আন্দোলনকারীরা। কিন্তু এদিন ফের সেই দাবি নস্যাৎ করে রাজ্য প্রশাসন। অর্থ্যাৎ রাজ্য আগের অবস্থানেই কার্যত অনড় বলে মনে করা হচ্ছে।
সেই সঙ্গে আন্দোলনকারীদের লাইভ টেলিকাস্টের দাবিও কার্যত উড়িয়ে দেয় রাজ্য। তবে স্বচ্ছতার প্রয়োজনে ভিডিও রেকর্ডিং করার অনুমতি দিল রাজ্য।

মুখ্যসচিবের তরফে এই চিঠি আসার পর থেকেই ফের নড়েচড়ে বসেন জুনিয়ার ডাক্তারেরা। নিজেদের মধ্যে বৈঠক করে তারপরই নিজেদের অবস্থান জানাবেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে। 

আরজি কর ইস্যুতে ‘রাজনৈতিক’ পোস্ট, শতরূপের নিশানায় পাটুলি থানার ওসি

বুধবার সন্ধ্যায় নবান্নে এই ইস্যুতে আন্দোলনকারীদের (RG kar protest) প্রতি বার্তা দেয় রাজ্য প্রশাসন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya) বলেন, “গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মুখ্যমন্ত্রী নবান্নে অপেক্ষা করেছিলেন দাবি চন্দ্রিমা ভট্টাচার্যের। খোলা মন নিয়ে আলোচনা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা চাই দোষী শাস্তি পাক। কিন্তু এই আন্দোলন-কর্মবিরতিতে (RG kar protest) ব্যাহত হচ্ছে রোগী পরিষেবা। কিন্তু গতকাল আলোচনার জন্য এলেন না কেন আন্দোলনকারীরা।

বিদ্যুৎস্পৃষ্ট হিন্দু উদ্বাস্তু পরিবারের ১২ বছর বয়সী যুবক, এলাকায় চাঞ্চল্য

এই প্রসঙ্গে মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করেছিলাম। মেল করে গঠনমূলক আলোচনার জন্য সন্ধ্যা ৬ টায় ডেকেছিলাম। দুর্ভাগ্যজনক ওরা বৈঠকে আসেনি, আজ আবার মেল পেয়েছি। অন্যদিকে, আন্দোলনকারীদের ৩০ জনের প্রতিনিধি দলকে নবান্নে অনুমতি গতকালও চায়নি রাজ্য প্রশাসন। এদিন সেই একই অবস্থানে অনড় রাজ্য। এখন রাজ্যের শর্ত মেনে আন্দোলনকারীরা কি আদৌ নবান্নে যাবে, সেই দিকেই নজর থাকবে।