আজ, বৃহস্পতিবার রামনবমীতে (Ram Navami) রাজ্যের ২০টি জায়গায় অস্ত্র মিছিলের পরিকল্পনা রয়েছে৷ এমনটা খবর প্রশাসন সূত্রে৷ বুধবার ধর্নামঞ্চ থেকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। তিনি বলেন, মিছিল, মিটিং করার অধিকার সবার রয়েছে। রামনবমীর মিছিলে বাধা দেওয়া হবে না। কিন্তু রমজান মাসের মধ্যে কোনও মুসলিম এলাকায় গিয়ে গোলমাল পাকানোর চেষ্টা করলেই পুলিশ ব্যবস্থা নেবে।
বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চের পাশাপাশি এ বার বিজেপিও ঘোষিত ভাবে রামনবমীর কর্মসূচিতে যোগ দেবে বলে জানিয়েছে। প্রতি বছরের মতো এবছরেও দিলীপ ঘোষদের দেখা যাবে অস্ত্র হাতে। পাশাপাশি আগামীকাল একাধিক জায়গায় মিছিল রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ ঠিক তার আগেই বিশেষ সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, বিজেপির একজন নেতা আছেন যাঁর বক্তব্য টিভিতে রেকর্ড রয়েছে। তিনি বলেছেন, হাতের কাছে যা অস্ত্র পাব নিয়ে বেরবো। বলে রাখছি, যে কোনও অস্ত্র নিয়ে বের হও, কিন্তু গোলমাল পাকালেই পদক্ষেপ করা হবে। রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা, শান্তিতে রামনবমী পালন করুন, অন্নপূর্ণা পূজা পালন করুন, রমজান মাস পালন করুন।