Weather: ভোর থেকে ইলশেগুঁড়ি বৃষ্টি, বেলায় আকাশ ভাঙবে মাথায়

Weather: দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় বিভিন্ন জেলায় আজ ভোররাত থেকে বৃষ্টি শুরু। আবহাওয়া দপ্তর আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুত সহ…

Southwest Monsoon Triggers Early Morning Rains in Multiple Districts

Weather: দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় বিভিন্ন জেলায় আজ ভোররাত থেকে বৃষ্টি শুরু। আবহাওয়া দপ্তর আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য বৃষ্টি খানিকটা কমতে পারে বলা হয়েছে। তবে উত্তরের তিনটি জেলা কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে একাধিক এলাকায় নদীর জল তীরবর্তী বিভিন্ন এলাকা ডুবিয়েছে। সিকিম ও ভুটানে বৃষ্টির কারণে পাহাড়ি নদীগুলিতে বাড়ছে জল। সকাল থেকেই কলকাত সহ দক্ষিণবঙ্গের আকাশ ঘন মেঘে ঢাকা। মহানগরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা।

Advertisements

আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ১ ডিগ্রি ওপরে, ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৫ টা ৩০ মিনিট পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১১ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।