Weather Update: ২০২৫ অর্থাৎ নতুন বছর শুরু হয় জানুয়ারি প্রায় শেষ হতে শুরু করল অথচ শীতের দেখা মিলল না এবং এই বছরের সেরকম শীত পড়বে না বলেই মনে করা হচ্ছে আবার অপরদিকে ২৪ জানুয়ারি থেকে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু ক্রমশ বাড়তে পারে কলকাতা এবং তৎসমূহ অঞ্চলে। বিশেষ করে বলা যায় ৩০ ডিগ্রী সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা তৎসমূহ অঞ্চলে। তবে সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে অর্থাৎ ১৫ ডিগ্রির আশেপাশে। ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে।
সমগ্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া কেমন থাকবে? কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। তাপমাত্রা সামান্য কমায় শীতের আমেজ একটু বাড়লো। তবে সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দুপুরে আমেজ উধাও হবে। সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার পর্যন্ত মোটের ওপর একই রকম থাকবে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা পাবে। অবাধ উত্তুরে হাওয়ায় বাধা পাবে । জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। শুক্রবারের পর ধাপে ধাপে পারদ উত্থানের ইঙ্গিত।
অপরদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা মেঘলা আকাশের সঙ্গে পরিষ্কার আকাশ লক্ষ্য করার সম্ভাবনা রয়েছে এবং একই রকম তাপমাত্রা সেখানেও বজায় থাকা সম্ভাবনা। আগামী ৭২ ঘণ্টা উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে তরাই ও ডুয়ার্স অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা নেই সমতল অঞ্চলে উত্তরবঙ্গের পার্বত্য সমতল অঞ্চলে বেশ ঠান্ডা অনুভব হবে। উত্তরবঙ্গতে শুক্রবারের পর আবহাওয়া বদল হবে। বৃষ্টি ও তুষারপাত হতে পারে ২৪ জানুয়ারি। তা হতে পারে দার্জিলিং এর পার্বত্য এলাকায়। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নীচে। দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গেও তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
আপাতত ১৪ ডিগ্রিতে নেমেছে কলকাতায় পারদ। সকালে খুব হালকা কুয়াশা ছিল। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। শুক্রবার পর্যন্ত মোটের ওপর একইরকম থাকবে রাতের পারদ। দিনের পারদ বুধবার থেকে সামান্য বাড়তে পারে। ভোরে এবং রাতের দিকে শীতের আমেজ থাকবে। তবে বুধবারের পর দিনের বেলা আর শীতের পোশাকের প্রয়োজন হবে না।