Weather Update: শীত কি দাপট দেখাবে বাংলায়?

Weather Update: বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে একটি মনোরম আবহাওয়ার পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে অপরদিকে এটাও চিন্তার বিষয় যে এই বছরে কিন্তু শীতের দাপট আমরা সেই ভাবে…

beautiful young Bengali lady standing in a picturesque winter scene in Kolkata

Weather Update: বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে একটি মনোরম আবহাওয়ার পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে অপরদিকে এটাও চিন্তার বিষয় যে এই বছরে কিন্তু শীতের দাপট আমরা সেই ভাবে লক্ষ্য করতে পারিনি। এবং আশঙ্কা করা হচ্ছে যে এইবারে অন্তত আর সেই রকম ভাবে কোনো শীতের দাপট পরবে না অর্থাৎ আমরা যদি কলকাতার কথায় আসি তবে বলা যেতে পারে যে কলকাতায় ১২ থেকে ১৪ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা এই বছরে থাকবে এর নিচে হয়তো খুব সম্ভবত নামবে না।

আগামী দিনেও দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো রকম কোনো সম্ভাবনা নেই। আজকে সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গে ছিল দার্জিলিঙে যা ছিল ২ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার আছে পুরুলিয়ায় যা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীদিনও এরকমই তাপমাত্রার থাকার সম্ভাবনা রয়েছে। তবে হালকা কুয়াশা সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে। অর্থাৎ এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোনরকম কোন দুর্যোগের সম্ভাবনা নেই।আগামী সাতদিন কালিম্পং এর আবহাওয়া প্রধানত পরিষ্কার এবং মনোরম থাকতে চলেছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২০ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।

   

প্রসঙ্গত গত ২৪ ঘন্টায় শীতের দাপটে কালিম্পংকে টেক্কা দিল পুরুলিয়া, জেনে নিন ১৭ই জনুয়ারি শুক্রবার রাজ্যের সেরা ১০টি সর্বনিম্ন জায়গার তাপমাত্রা তা স্পষ্ট করে দেবে।

দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া : ৮.৫, কালিম্পং : ৯.৫, শুশুনিয়া : ৯.৬, আলিপুরদুয়ার : ১০, ঝাড়গ্রাম : ১০.৫, কাঁথি : ১১, উলুবেড়িয়া : ১১.২, কৃষ্ণনগর : ১১.৪ শান্তিনিকেতন : ১১.৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০. ৭ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪. ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১. ৪ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৫৪ শতাংশ।