নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গের পিছু যে বৃষ্টি ছাড়বে না তা স্পষ্ট করে দিল হাওয়া অফিস। তৈরি হবে নিম্নচাপ তার জেরেই পুজোর সময় উপকূলীয় সাত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে অষ্টমী থেকে দশমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে। বৃষ্টি শুরু হতে পারে অষ্টমীর রাত থেকে। এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এর কারণ কী? জানা যাচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরেই দুর্গাপুজোয় বৃষ্টি হবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ষষ্ঠী ও সপ্তমীতে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। অষ্টমী, নবমী ও দশমী এই তিন দিন কলকাতা, দুই পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানানো হয়েছে। এই সময়ে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম।
আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয়ের পাদদেশ এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে আগামী সপ্তাহে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তার পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চলতি সপ্তাহে রবিবার উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরের চার-পাঁচ দিনে সেটি পশ্চিম-উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে ওডিশার দক্ষিণ ও অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে পৌঁছবে। তার প্রভাবে পুজোয় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
এদিকে এখন কলকাতায় ভ্যাপসা গরম থাকছে। মাঝে মাঝেই মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। সঙ্গে বেলার দিকে প্রত্যেক দিনই অল্প বৃষ্টি হচ্ছে।
বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৫৯ শতাংশ। বৃষ্টি হয়নি।