ঘনাচ্ছে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, বুধে কলকাতা সহ ৬ জেলায় ভারী বৃষ্টির অ্যালার্ট জারি

ফের একবার আচমকা বদলে গেল বাংলার আবহাওয়া (Weather Update)। আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামল শহরজুড়ে। বিগত কয়েকদিন ধরেই দফায় দফায় বদল ঘটছে আবহাওয়ার। আজ…

kol rain copy ঘনাচ্ছে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, বুধে কলকাতা সহ ৬ জেলায় ভারী বৃষ্টির অ্যালার্ট জারি

ফের একবার আচমকা বদলে গেল বাংলার আবহাওয়া (Weather Update)। আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামল শহরজুড়ে। বিগত কয়েকদিন ধরেই দফায় দফায় বদল ঘটছে আবহাওয়ার। আজ কলকাতা শহর সহ উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে বর্ষার তীব্রতা বাড়ছে। আগামী ৪-৫ দিন প্রায় সব জেলাতেই হালকা থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিপাতের জেরে নদ-নদীর জলও হু হু করে বাড়তে শুরু করেছে। মূলত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা-বাংলাদেশ উপকূলে নিম্নচাপ, সেইসঙ্গে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পূর্ব-পশ্চিম অক্ষ উত্তরপ্রদেশ থেকে এই ঘূর্ণিঝড় অঞ্চল পর্যন্ত বিস্তৃত এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ বুধবার ৩ জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা, হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

   

Image

কলকাতা সহ দক্ষিণ বঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ বেশিরভাগ সময় প্রধানত মেঘলা থাকবে। আলিপুরের বুলেটিন অনুযায়ী, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ৫ জেলায় মূলত কমলা সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ শহরে ভারী বৃষ্টির জন্য হলুদ অ্যালার্ট জারি করা হয়েছে। এবার আসা যাক দক্ষিণবঙ্গের প্রসঙ্গে। আজ দফায় দফায় শহর কলকাতা সহ পশ্চিম বর্ধমানের কিছু অংশে, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বাড়ি থেকে বেরোলে ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।