কার্নিভালের দিনই ফের ভিজবে বাংলা! কী জানাচ্ছে হাওয়া অফিস

কৈলাসে ফিরে গিয়েছে উমা। বঙ্গ থেকে বিদায় নিয়েছে বৃষ্টি। আজ সকাল থেকেই রোদের তেজ রয়েছে ব্যাপক৷ দেবী বিসর্জনের সঙ্গে সঙ্গেই রোদ ঝলমলে আকাশ৷ আলিপুর আবহাওয়া…

IMD Weather Update: Depression Forms Over Bay of Bengal, Rainfall Predicted in Several South Bengal Districts During Winter

কৈলাসে ফিরে গিয়েছে উমা। বঙ্গ থেকে বিদায় নিয়েছে বৃষ্টি। আজ সকাল থেকেই রোদের তেজ রয়েছে ব্যাপক৷ দেবী বিসর্জনের সঙ্গে সঙ্গেই রোদ ঝলমলে আকাশ৷ আলিপুর আবহাওয়া দফতর (weather update )সূত্রে খবর, তবে এখনই বৃষ্টির হাত থেকে মিলছে না স্বস্তি৷ লক্ষ্মীপুজোতেও মিলতে পারে বৃষ্টির দেখা৷ বিশেষ করে মঙ্গলবার, পুজো কার্নিভালের দিন ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিও (weather update )৷

হাওয়া অফিসের খবর অনুযায়ী (weather update), দক্ষিণ বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ৷ যার জেরে মঙ্গলবার থেকেই ভিজতে পারে বাংলা৷ যদিও সকলের মনেই চিন্তা ছিল যে পুজোর কটাগদিন কেমন থাকবে আবহাওয়া৷ তবে পুজোর চারদিন বৃষ্টির হাত থেকে মিলেছে স্বস্তি৷ কিন্তু ফের বৃষ্টির পূর্বাভাস 9weather update)রয়েছে বৃষ্টির৷ উপকূল এবং উপকূলের সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। উপকূলের জেলা-সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির (weather update)সম্ভাবনা।

   

হাওয়া অফিস (weather update)সূত্রে জানা গিয়েছে, আজ,সোমবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় নিল বাংলা থেকে। আপাতত শুষ্ক আবহাওয়া। ভারী বৃষ্টির (weather update)সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গে (weather update)। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে৷