Weather: ভ্যাপসা গরমের মাঝেও বৃষ্টির সম্ভাবনা বাংলায়, সতর্কতা জারি

রাজ্যে এখন রাতে, ভোরে ঠান্ডা, আবার বেলা গরাতেই কাঠফাটা গরম। এদিকে আবহাওয়ার (Weather) এহেন ঘন ঘন রূপ বদলের কারণে বেজায় শরীর খারাপ হচ্ছে সকলের। এখন…

রাজ্যে এখন রাতে, ভোরে ঠান্ডা, আবার বেলা গরাতেই কাঠফাটা গরম। এদিকে আবহাওয়ার (Weather) এহেন ঘন ঘন রূপ বদলের কারণে বেজায় শরীর খারাপ হচ্ছে সকলের। এখন যেন ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি।

Advertisements

যদিও আজ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে জানেন? এই বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর বড় তথ্য দিয়েছে যা আপনারও শুনে রাখা জরুরি। আপাতত বেশ কিছুদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। যদিও বৃষ্টি হবে উত্তরবঙ্গে, তাও আবার বজ্রবিদ্যুৎ সহ। সঙ্গী হবে ঝোড়ো হাওয়া। মূলত পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের আকাশ।

   

এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া এই যে হালকা ঠান্ডা আবহাওয়ার কারণে স্বস্তি বোধ করছেন, তাদের জন্য রয়েছে খুবই খারাপ খবর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে,আগামী দিনে দিনের তাম্পাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা হু হু করে বাড়বে। ব্যাপক গরম আবহাওয়ার সাক্ষী থাকবেন মানুষ এই মার্চ মাসেই।

জানা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই পারদ বেশ খানিকটা চড়তে পারে। মার্চের দ্বিতীয় সপ্তাহের পর থেকে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। মার্চের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে তীব্র ভ্যাপসা গরম ও দাবদাহের মাত্রা বাড়বে। মার্চের শেষ দশদিনে ভ্যাপসা গরমের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনি জানলে শিউরে উঠবেন, মার্চে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ৩৭-৩৮°সে পর্যন্ত উঠতে পারে।