সপ্তাহের শেষে আজ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ তবে উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় সারাদিন অস্বস্তিভাব বজায় থাকবে।
সপ্তাহের শেষে শহরে ফের উর্ধমুখী পেট্রোলের দাম, ডিজেলের রেট জানেন?
সকালে রোদ উঠলেও বেলা বাড়তে আকাশ আংশিক মেঘলা থাকবে হবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রির কাছে থাকবে৷ কাল অর্থাৎ রবিবার দুই মেদিনীপুর ছাড়া গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই৷ সোমবার ৯ সেপ্টেম্বর হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা এবং গাঙ্গেয় বঙ্গের দুই মেদিনীপুরে৷
মনিপুরে নেতাজির আইএনএ মিউজিয়াম লক্ষ্য করে রকেট হানা, ‘টার্গেট মিস’ ব্যাপক ক্ষয়ক্ষতি
আগামী মঙ্গল এবং বুধবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভুত হওয়ার পরিস্থিতি তৈরি হবে। পাশাপাশি আজ শনিবার গণেশ চতুর্থী। ফলে দিনভর গরম থেকে খানিকটা রেহাই মিলতেও পারে। দিনের বেশিরভাগ সময় আদ্রর্তাজনিত অস্বস্তি থাকলেও বিকেলের দিকেই মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আবহাওয়া দফতর।
‘অভয়ার বিচার চাই’ এবার রাত-ভোর দখলের সাক্ষী থাকবে তিলোত্তমা
ভাদ্র মাসের এই সময় দিনের বেলা তাপমাত্রা অনেকটা বেড়ে গেলেও রাতের দিকে তা অনেকটাই কমতে থাকে। তার উপর সামনেই উৎসবের মরশুম। শরতের ছোঁয়া বাতাসে লাগতেই পরিবেশ মনোরম হতে শুরু করে। তবে গরম থাকলেও আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে।