সোমে আকাশ মেঘলা, সপ্তাহজুড়েই বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সোমবার সপ্তাহের প্রথম দিন মুখ ভার আকাশের (Weather update today)। মেঘলা আকাশ। রবিবার সারারাত ধরে বৃষ্টির পর এদিন সকাল থেকেই আকাশ মেঘলা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা…

weather update today rain forcast in kolkata and in westbengal

সোমবার সপ্তাহের প্রথম দিন মুখ ভার আকাশের (Weather update today)। মেঘলা আকাশ। রবিবার সারারাত ধরে বৃষ্টির পর এদিন সকাল থেকেই আকাশ মেঘলা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রির সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস (Weather update today)।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather update today) দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূম ভারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।

   

সপ্তাহের প্রথম দিনে কি কমল পেট্রোলের দাম, জেনে নিন কলকাতার রেট

এদিন বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা প্রবল। উত্তাল থাকবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজকের পর থেকে জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। তবে সক্রিয় মৌসুমী অক্ষরেখার জন্য বৃষ্টির দাপট কমলেও, তা থামবে না। চলতি সপ্তাহ জুড়েই বৃষ্টি হবে বাংলায়।

Kolkata police: নবান্ন অভিযানের দিন নেট পরীক্ষা, পরীক্ষার্থীদের পাশে থাকার বার্তা পুলিশের

অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদহ , উত্তর দিনাজপুর ও দঃ দিনাজপুর জেলাগুলিতে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টিপাত চলবে। সোমবারেও উপরের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি হতে পারে। তবে বর্তমানে তুলনামূলক কম বৃষ্টি হবে।

ধর্ষণে অভিযুক্ত ছাত্রনেতাই নবান্ন আন্দোলনের মুখ দাবি তৃণমূলের

বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার জেরে সাগরের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইছে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও পৌঁছে যাচ্ছে ঘণ্টায় ৫৫ কিলোমিটারেও বেশি। সোমবার পর্যন্ত সমুদ্র এমন উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত যেতে নিষেধ করা হয়েছে