আরও চোখ রাঙাচ্ছে নিম্নচাপ,ভাসতে পারে কলকাতা সহ এই জেলাগুলি

গত দুই দিন ধরে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি হয়েই চলেছে। শনিবার রাতভোর বৃষ্টির পরেও রবিবার সকাল থেকেও একই আবহাওয়া কলকাতা…

আরও চোখ রাঙাচ্ছে নিম্নচাপ,ভাসতে পারে কলকাতা সহ এই জেলাগুলি

গত দুই দিন ধরে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি হয়েই চলেছে। শনিবার রাতভোর বৃষ্টির পরেও রবিবার সকাল থেকেও একই আবহাওয়া কলকাতা সহ প্রায় সমস্ত জেলাতেই। হাওয়া অফিসের খবর অনুযায়ী(Weather Update), রবিবার সকালেও আকাশের মুখ ভার সেই সঙ্গে দফায় দফায় শুরু হয়েছে বৃষ্টি।

তবে হাওয়া অফিসের সূত্রে খবর, ধীরে ধীরে সরছে অতি গভীর নিম্নচাপ, তবে দুর্যোগের আবহাওয়া বজায় থাকছে রবিবারও। হাওয়া অফিস বলছে এখনও কলকাতার কাছেই শক্তিশালী নিম্নচাপ। তবে আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরবে বলে জানিয়েছে মৌসম ভবন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে দিঘায়। বাঁকুড়ায় বৃষ্টির পরিমাণ ১০৮ মিমি, পানাগড়ে ৯৫ মিমি বৃষ্টি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি।

Advertisements

আলিপুর আবহাওয়া সূত্রে খবর, নিম্নচাপ যত ঝাড়খণ্ডের দিকে সরবে ঠিক ততই হবে শক্তিক্ষয়। আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে কমবে বৃষ্টি।