Weather update: সাইক্লোনের প্রভাবে পারা পতন, এখনই শীত নয় বঙ্গে

পূজোর মরশুম এই বছরের মত বিদায় নিয়েছে। কমবেশি আবহাওয়া (weather) প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে চলতি বছরটি। বর্ষা বিদায় নিয়েছে বঙ্গ থেকে। কালী পুজো কাটা বেশ কিছুদিন আগের থেকেই শহরজুড়ে ভোরের দিকে ঠান্ডার অনুভূতি হচ্ছে। ক্রমেই বাতাসে আপেক্ষিক আদ্রতার মান কমছে যার ফলে শুষ্ক হচ্ছে আবহাওয়া। তবে রাতের দিকে পারা পতন ঘটলেও বেলা বাড়তে থাকলে সাথে সাথে বাড়তে থাকছে গুমোট পরিস্থিতি। এই পরিস্থিতিতে, কবে মিলবে পাকাপাকিভাবে শীতের দেখা? এ বিষয়ে কি বলছে আবহাওয়া দফতর।

Advertisements

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী বেশ কয়েকদিন রাতের দিকে পারা পতন ও ভোরের বেলা সামান্য শীতের অনুভূতি হলেও আপাতত এখনই বঙ্গে শীত পড়ছে না। তাপমাত্রা যেহেতু কিছুটা কমেছে তাই শীতের আমেজ পাচ্ছেন বঙ্গবাসী তবে এটি শীতের ইঙ্গিত নয়। আগামী নভেম্বর মাসের শেষ অথবা ডিসেম্বরের শুরুর দিকেই শীতের দেখা মিলবে বঙ্গে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

   

খুব একটা হেরফের হবেনা তাপমাত্রা। আগামী সপ্তাহে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্ৰি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকায় আবহাওয়া শুষ্ক প্রকৃতির থাকবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements