News Desk: হাড় কাঁপা শীত একেবারে উধাও এই বছরে। ডিসেম্বরের প্রায় শেষ, নতুন বছর আসতে হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তবুও কনকনে শীতের আমেজ পাচ্ছেনা রাজ্যবাসী। এমনকি শীত প্রায় উধাও। বরং রাতের দিকে দুই বঙ্গে তাপমাত্রা বাড়ছে। আজ কলকাতা-সহ সংলগ্ন জায়গার তাপমাত্রা প্রায় বুধবারের মতই থাকছে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্ৰি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্ৰি কম। মোটের ওপর আকাশ পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই।
অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া আপডেট অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া প্রবেশে বাধা প্রাপ্ত হচ্ছে এবং ভারত মহাসাগরের কাছে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে যার ফলে আগামি ১-২ দিনে তাপমাত্রা বাড়বে বলে মনে করা হচ্ছে। সুতরাং বড়দিনে শীতের আমেজ অনুভব করতে পারবেনা রাজ্যবাসী। বড়দিনের পর কলকাতা-সহ তৎসংলগ্ন জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে উপরে উঠতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।