গভীর নিম্নচাপের জেরে ফুঁসছে বঙ্গোপসাগর, শনিতে ১১ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা

যেটার আশঙ্কা ছিল এবার কার্যত সেটাই হল। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল আরও একটা নিম্নচাপ। আর এই নিম্নচাপের দাপটে বাংলার আবহাওয়াই একপ্রকার বদলে…

যেটার আশঙ্কা ছিল এবার কার্যত সেটাই হল। মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল আরও একটা নিম্নচাপ। আর এই নিম্নচাপের দাপটে বাংলার আবহাওয়াই একপ্রকার বদলে যেতে চলেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই নিম্নচাপের কারণে ইতিমধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। উঁচু উঁচু ঢেউয়েরও দেখা মিলছে। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। শনিবার ৩১ আগস্টের সকাল থেকেই বাংলার আকাশ আংশিক মেঘলা হয়ে রয়েছে। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা সহ বহু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের (Weather Update) পূর্বাভাসও জারি করল আলিপুর আবহাওয়া অফিস।

এই মর্মে ইতিমধ্যে হাওয়া অফিসের তরফে লম্বা চওড়া বুলেটিন জারি করা হয়েছে। আর এই বুলেটিন দেখে সকলের চোখ কার্যত কপালে উঠেছে। নিম্নচাপের প্রভাবে আজ ও রবিবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে আজ উত্তরবঙ্গের মোট ৫ জেলায় তোলপাড় করা আবহাওয়া বিরাজ করবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে মৌসম ভবনের তরফে।

   

আজ দক্ষিণবঙ্গের মূলত উপকূলবর্তীয় জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা প্রকাশ করা হয়েছে। এদিকে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা শহর তাও কিনা আবার বজ্রবিদ্যুৎ সহ। বাকি জেলাগুলিতে আজ তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মৎস্যজীবীদের আগামীকাল ১ সেপ্টেম্বর পর্যন্ত ওড়িশা উপকূল, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর বরাবর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং মাঝেমধ্যে ঝলমলে রোদ এবং ঘামে ভেজা আবহাওয়া থাকবে। এই মুহূর্তে কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় রাতের তাপমাত্রা বাড়বে ২৬.৯ থেকে বেড়ে হবে ২৭.২ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ৩২.৩ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ৩৩.২ ডিগ্রিতে। 

এদিকে আজ উত্তরবঙ্গের মূলত ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এই জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং।তবে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জেলায়।