Weather Update: রবিতেও নামবে প্রবল বৃষ্টি, ১৪ জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি মিলেছে। বিগত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে শহর কলকাতা সহ বেশ কিছু জেলায়। ঝড়-বৃষ্টি তো রয়েইছেই, এর পাশাপাশি দমকা হাওয়া…

remal emergency contact number

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি মিলেছে। বিগত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে শহর কলকাতা সহ বেশ কিছু জেলায়। ঝড়-বৃষ্টি তো রয়েইছেই, এর পাশাপাশি দমকা হাওয়া বইছে জায়গায় জায়গায়। কেমন থাকবে আবহাওয়া (Weather Update)? আজ রবিবার কি বৃষ্টি (Rainfall Update) হবে? এই বিষয়ে বড় তথ্য দিল আলিপুর আবহাওয়া দফতর। জেনে নিন আপনিও।

আজ রবিবার তো বৃষ্টি হবেই, এর পাশাপাশি আগামীকাল সোমবার অবধি জেলায় জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও মঙ্গলবার থেকে বারিধারার পরিমাণ কমবে। আজ মুর্শিদাবাদ ও মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিন সকাল থেকেই আকাশজুড়ে কালো মেঘের ঘনঘটা দেখা দিয়েছে। কয়েকদিন ধরে টানা ঝড়-বৃষ্টির কারণে বাংলার তাপমাত্রা বেশ অনেকটাই কমে গিয়েছে। এখন জায়গায় জায়গায় মনোরম আবহাওয়া বিরাজ করছে। তবে মঙ্গলবারের পর থেকে ফের বাংলার তাপমাত্রা উর্ধ্বমুখী হতে পারে বলে খবর।

   

Image

মূলত ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা সৃষ্টি হওয়ার কারণে এই ঝড়-বৃষ্টি বলে খবর। আজও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই ছয় জেলাতে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী তেমনই ইঙ্গিত মিলেছে। আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বইবে বলে খবর।

কলকাতাতে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হয়েছে।