সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে

কলকাতা: দুর্গাপুজোর আবহে নতুন করে বঙ্গোপসাগরে ঘনাচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের দাপটে নতুন করে বাংলা থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের বহু জায়গায় টানা বৃষ্টির…

weather

কলকাতা: দুর্গাপুজোর আবহে নতুন করে বঙ্গোপসাগরে ঘনাচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের দাপটে নতুন করে বাংলা থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের বহু জায়গায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর থেকে শুরু করে আইএমডি। শুধু ঘূর্ণাবর্তেই রক্ষে নেই, এদিকে বঙ্গোপসাগরে আরও এক নিম্নচাপের সৃষ্টি হতে চলেছে বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস।

মৌসম ভবন জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে বেশ খানিকটা বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলিতে। এদিকে দুর্গাপুজো আসতে ২০ দিনও হয়তো বাকি নেই। জায়গায় জায়গায় সকলের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। চলছে প্যান্ডেল বাঁধার কাজ। এরই মাঝে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া চোখ রাঙানির জেরে বেহাল অবস্থা হতে চলেছে বাংলার বলে মনে হচ্ছে। আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর থেকেই বদলাতে শুরু করবে বাংলার আবহাওয়া।

   

আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের কথা বললে, এদিন বেশ কিছু জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা।

পশ্চিমবঙ্গে বেশ কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে নদীগুলিতে জলের স্তর বেড়েছে এবং নদী তীরবর্তী গ্রামগুলি প্লাবিত হয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) জানিয়েছে, বুধবার সকাল থেকে মাইথন বাঁধ থেকে ৪০ হাজার কিউসেক জল ছাড়ার জেরে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বহু জায়গা। হাওড়া থেকে শুরু করে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, খানাকুল, আরামবাগ এলাকায় বন্যা দেখা দিয়েছে।

এদিকে আইএমডি জানিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার-সহ দিল্লি এনসিআর-সহ অন্যান্য রাজ্যে বৃষ্টির জেরে আবহাওয়ার মেজাজ বদলে গিয়েছে। কোথাও আবহাওয়া মনোরম ছিল, কোথাও আবহাওয়ার কারণে আবহাওয়া বিপর্যস্ত ছিল। তবে এখানেই কিন্তু শেষনয়, উত্তর ভারত-সহ দেশের একাধিক রাজ্যে বর্ষা ফের সক্রিয় হয়ে ওঠায় তাণ্ডব চলবে। একই সময়ে রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ-সহ একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। আজও উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি-সহ একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরপ্রদেশ, বিহার, বাংলা-সহ একাধিক রাজ্যে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।