ভোটের ফল প্রকাশের দিন আবহওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

হাতে গুনে আর কয়েকটা দিন, তারপরেই জানা যাবে লোকসভা ভোটের ফলাফল(ELECTION RESULT)। আর বাকি একটি দফার ভোট, তার পরেই মদনদে বসার হিসেব নিকেষ কষতে বসবে…

weather

হাতে গুনে আর কয়েকটা দিন, তারপরেই জানা যাবে লোকসভা ভোটের ফলাফল(ELECTION RESULT)। আর বাকি একটি দফার ভোট, তার পরেই মদনদে বসার হিসেব নিকেষ কষতে বসবে দেশবাসী। এর মধ্যেই বাংলায় ঘূর্ণিঝড় রেমালের দাপটে শহরে বেশ কিছু জায়গায় জল জমেছিল। মেট্রো স্টেশন জলে থইথই হয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগণার বেশ কিছু অংশ। সেই রেশ কাটিয়ে উঠেছে আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে বাংলা। শুরু হয়েছে শেষ লগ্নের প্রচার। আর এই মধ্যেই হাওয়া অফিসের খবর চমকে দেওয়ার মতো। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, আগামী ১ই জুন এবং ৪জুন সারা বাংলায় বৃষ্টি হওয়ার সম্ভবনা প্রবল।

আলিপুর আবহাওয়া দফতর বুধবার যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি হতে পারে। কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে ওই দু’দিনই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে দু’দিনই হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।

Advertisements

আরও জানা গিয়েছে আগামী ২৪ ঘণ্টায় কেরলে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গে বর্ষা কবে ঢুকবে, এখনই স্পষ্ট করে বলতে পারছেন না আবহবিদেরা। তবে সাধারণত বাংলায় বর্ষা ঢোকে জুনের প্রথম সপ্তাহে। দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢোকার পরেই এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারবে হাওয়া অফিস।