পূর্বাভাসে বৃষ্টি আছে কিন্তু আকাশ থেকে পড়ছে না

গরমে প্রাণ ওষ্ঠাগত তিলোত্তমাবাসীর। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হলেও কলকাতার (Kolkata) ভাগ্যের শিঁকে এখনও অবধি ছেঁড়েনি। হাওয়া অফিসের তরফ থেকে বারবার পূর্বাভাস…

পূর্বাভাসে বৃষ্টি আছে কিন্তু আকাশ থেকে পড়ছে না

গরমে প্রাণ ওষ্ঠাগত তিলোত্তমাবাসীর। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হলেও কলকাতার (Kolkata) ভাগ্যের শিঁকে এখনও অবধি ছেঁড়েনি। হাওয়া অফিসের তরফ থেকে বারবার পূর্বাভাস দেওয়া হলেও বৃষ্টির মুখ দেখেনি শহর। যদিও রবিবার অর্থাৎ সপ্তাহের শেষ দিন থেকেই হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

শুধু তাই নয়, বৃষ্টি হলেও গরম আরও বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। বাড়বে রোদের তেজও। জানা গিয়েছে, আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

Advertisements

দক্ষিণবঙ্গের জন্য সুখবর না শোনালেও রবিবারও উত্তরবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে যে পরিমাণ বৃষ্টির আশা করা হয়েছিল তার থেকে বেশিই বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। জানা গিয়েছে, বর্তমানে মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে রাজ্যে প্রবেশ করছে পশ্চিমা বাতাস। ফলে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।