উত্তর ওড়িশার নিম্নচাপ অঞ্চলটিতে ভয়াবহ দানা ক্রমশ নিজের শক্তি ক্ষয় করতে শুরু করেছে। যদিও ঘূর্ণিঝড়টি এখনও সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর তার জন্য আবহাওয়ার পরিবর্তন দেখা দিচ্ছে। তবে এই আবহাওয়ার পরিবর্তনের জন্য সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে সারা সপ্তাহ জুড়ে কেমন থাকতে চলেছে আবহাওয়া (Weather Update)?
তাহলে এবার দেখে নেওয়া যাক, কলকাতা সহ বিভিন্ন জেলায় আজকের আবহাওয়া ঠিক কীরকম? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ২৯-৩১ অক্টোবর পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ১ নভেম্বরও শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রিতে।
আর বাকিদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে, ২৮, ২৯ এবং ৩০ অক্টোবর, অর্থাৎ সোমবার, মঙ্গলবার এবং বুধবার কলকাতায় আংশিক মেঘলা থাকলেও বজ্রবিদুৎতের সম্ভাবনা রয়েছে। কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে ৩১ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার কালীপুজোর দিন কলকাতায় বজ্রপাত-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির হতে পারে। ১ নভেম্বর শুক্রবারও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর দফতর জানাচ্ছে, কালীপুজোর সপ্তাহে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার, ২৮ অক্টোবর দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
২৮ অক্টোবর উত্তরবঙ্গে দুই পাহাড়ি জেলায় বৃষ্টি হতে পারে। ২৯-৩০ অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ৩১ অক্টোবর উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ১-২ নভেম্বর দুই পাহাড়ি জেলাতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে ২ নভেম্বর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও মূলত মনোরম আবহাওয়াই থাকবে।