কালীপুজোর আগেই ফের দুর্যোগের আশঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গজুড়ে

দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো ভালই কেটেছে আমজনতার। পুজোর চারদিন ছিল একেবারে রোদ ঝলমলে আকাশ (Weather Update)। তবে কোথাও কোথাও কয়েকফোঁটা বৃষ্টির দেখা মিলেছে। তবে সকলের মনে…

kikl কালীপুজোর আগেই ফের দুর্যোগের আশঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গজুড়ে

দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো ভালই কেটেছে আমজনতার। পুজোর চারদিন ছিল একেবারে রোদ ঝলমলে আকাশ (Weather Update) তবে কোথাও কোথাও কয়েকফোঁটা বৃষ্টির দেখা মিলেছে। তবে সকলের মনে একটাই প্রশ্ন কালীপুজো ও ভাইফোঁটাতে কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া(Weather Update)।

আলিপুর আবহাওয়া (Weather Update) সূত্রে খবর,আজ রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আজ বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ বৃষ্টি হবে না(Weather Update)।

   

আবহাওয়া দফতর (Weather Update) আগেই জানিয়েছিল, বর্ষা বিদায় নিয়েছে। কিন্তু দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যদিও তার অভিমুখ ছিল তামিলনাড়ু ও পণ্ডিচেরি উপকূলের দিকে। বাংলায় সেভাবে প্রভাব পড়ার আশঙ্কা নেই। তবে আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস (Weather Update) ছিলই। এরপর শুকনো আবহাওয়া। উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

এদিকে রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস(Weather Update)। এদিকে আজ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরের কোথাও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ কমবে। আবহাওয়ার(Weather Update) উন্নতি ঘটবে।

আবহাওয়া দফতর(Weather Update) জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হতে পারে। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং নদিয়া জেলার কিছু অংশে। এদিকে শুক্রবার পর্যন্ত সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়া দফতরের (Weather Update) পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

এরপর মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার জেলা – উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। এরপর ২৩ থেকে ২৬ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর মধ্যে ২৩ অক্টোবর ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে৷