কালীপুজোতেও বৃষ্টি ‘কাঁটা’, ভিজতে পারে বাংলা, দাবি হাওয়া অফিসের

বঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মীপুজোতেও রোদ ঝলমলে আকাশ(Weather Update)। কোখাও কোথাও দু-এক পশলা বৃষ্টির দেখা মিললেও সেইভাবে কোথাও বৃষ্টি হয়নি…

"Heavy Rain Expected from Next Thursday Due to Low-Pressure System

বঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মীপুজোতেও রোদ ঝলমলে আকাশ(Weather Update)। কোখাও কোথাও দু-এক পশলা বৃষ্টির দেখা মিললেও সেইভাবে কোথাও বৃষ্টি হয়নি বললেই চলে। তবে ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ(Weather Update)। যার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই(Weather Update)।

হাওয়া অফিসের খবর(Weather Update) অনুযায়ী, বৃষ্টি ‘কাঁটা’ থাকছে এখনও। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের (Weather Update)প্রায় সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাঁচ জেলা ভিজতে পারে বৃষ্টিতে (Weather Update)।

   
Advertisements

আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, আজ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের (Weather Update) কিছু অঞ্চলে সন্ধ্যার পর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা যেমন মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়া অঞ্চলে বৃষ্টির পরিমাণ কম হতে পারে।