হাতে রাখুন ছাতা, অষ্টমীতে মাটি হতে পারে পুজোর সাজ! দাবি হাওয়া অফিসের

পুজো আর বৃষ্টি এ যেন একে অপরের পরিপূরক। প্রতিবছরেই পুজোর চারদিন ভেজে বাংলা (Weather Update)। এবারেও তার অন‌্যথা হয়নি। পঞ্চমী থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের (Weather…

weather

পুজো আর বৃষ্টি এ যেন একে অপরের পরিপূরক। প্রতিবছরেই পুজোর চারদিন ভেজে বাংলা (Weather Update)। এবারেও তার অন‌্যথা হয়নি। পঞ্চমী থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের (Weather Update) সমস্ত জেলাতেই মিলেছে বৃষ্টির দেখা। আজ মহাষ্টমী। সকাল থেকেই রোদের তেজ ব‌্যাপক থাকলেও বেলা গরাতেই মেঘে সেজে উঠেছে শরতের আকাশ।

হাওয়া অফিসের খবর(Weather Update) অনুযায়ী, আজ, শুক্রবার মহাষ্টমী-মহানবমী তিথিতেও রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু কলকাতা সহ প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হতে পারে বৃষ্টি। কলকাতা-সহ রাজ্যের সাত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে রাজ্যে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর(Weather Update) জানিয়েছে, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দশমীতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে সোম এবং মঙ্গলবার থেকে উন্নতি হবে আবহাওয়ার।

   

এমনকী পুজোর মধ্যে নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্তের কোনও রকম সম্ভাবনা নেই।তবে দক্ষিণে বৃষ্টির না মিললেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির দেখা মিলতে পারে।