ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি

একদম অক্ষরে অক্ষরে যেন মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। গভীর নিম্নচাপের দাপটে বুধবার অর্থাৎ সপ্তাহের তৃতীয় দিনেই বদলে গেল বাংলার আবহাওয়া (Weather Update)। আজ…

একদম অক্ষরে অক্ষরে যেন মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। গভীর নিম্নচাপের দাপটে বুধবার অর্থাৎ সপ্তাহের তৃতীয় দিনেই বদলে গেল বাংলার আবহাওয়া (Weather Update)। আজ ১১ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ সেপ্টেম্বর অবধি বাংলাজুড়ে এক নাগাড়ে বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। হ্যাঁ ঠিকই শুনেছেন।

উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত একটি গভীর নিম্নচাপ বর্তমানে ওড়িশা উপকূলে ঘনীভূত হতে চলেছে। সকাল পর্যন্ত আবহাওয়া ব্যবস্থা পুরী থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ১৪০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। শক্তি ও তীব্রতার দিক থেকে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের পরেই এই গভীর নিম্নচাপটি দ্বিতীয়। প্রাথমিকভাবে এটি ২-৩ দিন বঙ্গোপসাগরে অবস্থান করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তবে ক্রমবর্ধমান তীব্রতা এবং দ্রুত গতির সাথে এটি এখন প্রত্যাশার চেয়ে আগেই আঘাত হানবে বলে আশা করা হচ্ছে। যাইহোক, নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টি হবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে।

   

এদিকে আরও একটি ঘূর্ণাবর্তেরও সম্ভাবনা জারি করেছে বিভিন্ন হাওয়া অফিস। বলা হচ্ছে, ভিয়েতনামে আছড়ে পড়া ঘূর্ণিঝড় ইয়াগি দুর্বল হয়ে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে যা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করতে পারে। এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে । আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আজ উত্তরবঙ্গের বেশকিছু জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি নামবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। যদিও বাদবাকি জেলাগুলিতে আজ বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে।

এবার জেনে নেওয়া যাক বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। আলিপুর যা পূর্বাভাস জারি করেছে সেটা অনুযায়ী, এদিন পূর্ব বর্ধমান, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলী জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হবে। এই জেলাগুলির উদ্দেশ্যেও আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এরপর আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, নদীয়া, হুগলী, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ। ফলে সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।