Weather update: এখনই কমছে না জ্বালা ধরা গরম, উত্তরবঙ্গে ভাসবে বর্ষায়

Weather update: এখনই কমছে না তীব্র গরম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার সারাদিন তাপমাত্রা অন্যান দিনের মতোই থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা।…

weather

Weather update: এখনই কমছে না তীব্র গরম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার সারাদিন তাপমাত্রা অন্যান দিনের মতোই থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। মূলত,সকালের দিকে তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরা ফেরা করবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়বে রোদের তেজ।

সেই সঙ্গে তীব্র আর্দ্রতা জেরে গলদঘর্ম হতে পারে শহরবাসীর। তীব্র গরমের মধ্যেও ঘন্টায় ৮ কিমি বেগে হালকা বাতাস বইবে। সন্ধ্যা ৬.২২ নাগাদ সূর্যাস্ত হলে গরমের তীব্রতা কিছূটা কমবে বলে জানা গিয়েছে। তবে এই মূহুর্তে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। মঙ্গলবারের তাপমাত্রা বেড়ে ৪০-এর ঘর ছোঁবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে প্রায় নেই বললেই চলে। পার্শ্ববর্তী শহর হাওড়াতেও তাপমাত্রা আর আর্দ্রতা কলকাতার মতোই থাকবে।

   

উত্তর ২৪ পরগনার বারাসতসহ একাধিক এলাকার তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রির আশেপাশেই থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে তীব্র আর্দ্রতা। খড়গপুরসহ মেদিনীপুরের একাধিক জায়গায় গরমের তীব্রতা বাড়বে তাপমাত্রা পৌঁছতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে, উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই কম থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনাও। শৈলশহর দার্জিলিঙের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। তবে দার্জিলিং,কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে দক্ষিণবঙ্গে বর্ধমান, বীরভূমসহ বেশ কিছু জেলায় ১৭ ও ১৮ তারিখ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় এই মুহূর্তে বৃষ্টি না হলেও আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।